আজকাল ওয়েবডেস্ক: সিডনি সিক্সার্সের হয়ে ২০২৫–২৬ মরশুমের বিগ ব্যাশ লিগে (BBL) চুক্তিবদ্ধ হওয়ার পর থেকেই আলোচনার কেন্দ্রে ছিলেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম।

রবিবার পার্থ স্টেডিয়ামে পার্থ স্কর্চার্স বনাম সিডনি সিক্সার্সের বৃষ্টিবিঘ্নিত ১১ ওভারের ম্যাচে চলতি মরশুমে তাঁর অভিষেক ঘিরে প্রত্যাশা ছিল তুঙ্গে। তবে সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হন বাবর।

অভিষেক ম্যাচে তিনি মাত্র ৫ বল খেলে করেন ২ রান, এরপরই ফাস্ট বোলার ব্রডি কাউচের বলে আউট হয়ে ফেরেন। ম্যাচের প্রথম ওভারেই আউট হয়ে যাওয়ার সুযোগ ছিল।

তবে অল্পের জন্য রক্ষা পেয়ে যান বাবর। মিড-অন ও মিড-উইকেট ফিল্ডারের মাঝখানে বল পড়ে গেলে বেঁচে যান তিনি।

পরপর চারটি ডট বল খেলার পর ইনফিল্ডের ওপর দিয়ে একটি শট মেরে রানের খাতা খোলেন পাকিস্তানের তারকা ব্যাটার। কিন্তু তৃতীয় ওভারের পাঁচ নম্বর বলেই তাঁর ইনিংসের ইতি ঘটে।

হার্ড-লেন্থের একটি ডেলিভারিকে মিড-অনের ওপর দিয়ে মারতে গিয়ে ব্যাট হাত থেকে ঘুরে যায় তাঁর। ব্যাটে-বলে ঠিকমতো সংযোগ না হওয়ায় ববল ওপরে উঠে যায়।

লরি ইভান্স সহজ ক্যাচ নেন। এর আগেই সিডনি সিক্সার্সের ড্যানিয়েল হিউজ আউট হয়েছিলেন। পরপর দুই ব্যাটার আউট হওয়ায় ২.৫ ওভারে ১৫ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে দল।

বাবরের আউটের পর বিগ ব্যাশ লিগের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে তাঁর একটি ডট বল খেলার ভিডিও পোস্ট করা হয়।

অনেকের মতে এটি ছিল মজার ছলে করা পোস্ট, আবার কেউ কেউ এটিকে অনুচিত বা অপমান বলেও সমালোচনা করেন।

টুইটে লেখা হয়, ‘বিগ ব্যাশে বাবর আজমের প্রথম বল—একটি ডট!’ এই পোস্টের পরই সোশ্যাল মিডিয়ায় বাবরকে নিয়ে ট্রোলিং শুরু হয়ে যায়।

কেউ লিখেছেন, ‘বিগ ব্যাশে বাবর আজম হল অব শেম,’ আবার কেউ বলেছেন, ‘বাবর আজম সিডনি সিক্সার্সকে প্রতারণা করেছেন।’

তবে বাবরই একমাত্র পাকিস্তানি ক্রিকেটার নন, যিনি এবারের বিগ ব্যাশ লিগে খেলছেন। তাঁর সঙ্গে মহম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, শাদাব খান ও হাসান আলিও এই টুর্নামেন্টে অংশ নিতে চলেছেন।

সোমবার জিলংয়ে সিমন্ডস স্টেডিয়ামে মেলবোর্ন রেনেগেডস ও ব্রিসবেন হিটের ম্যাচে রিজওয়ান ও শাহিন আফ্রিদির একে অপরের মুখোমুখি হওয়ার কথা রয়েছে।