আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলে জল আছে কিনা তা নিয়ে জল্পনার শেষ নেই। পৃথিবীর কাছের এই গ্রহ নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা। তেমনই আরেকটি খবর এবার সকলের সামনে এল।
অনেকেই মনে করছেন দ্রুত মঙ্গলে গিয়ে থাকতে হবে। সেখানকার পরিবেশ নাকি অনেকটা পৃথিবীর মতো। সেখানে গিয়ে থাকার জন্য এখন থেকেই নানা ধরণের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। তবে মঙ্গলে থাকতে হলে সবার আগে দরকার জল। এবার হয়তো সেই জলের বিরাট ভান্ডার পেলেন বিজ্ঞানীরা।
লাল গ্রহকে নিয়ে প্রতিদিন ধরেই নানা ধরণের তথ্য সামনে এসেছে। মঙ্গলের জলের খোঁজ করতে গিয়ে বিজ্ঞানীরা দেখেছেন এখানে মাটি থেকে প্রায় ২ মাইল নিচে জল থাকতে পারে। তবে এখানেই শেষ নয়, যে তথ্য সামনে এসেছে তা খতিয়ে দেখলে বলা যায় মঙ্গলে পাওয়া এই জলের পরিমান এতটাই বেশি যে পৃথিবীর মোট জলের প্রায় ৯ গুন।
মঙ্গলের মাটির নিচে এই জল নাকি কঠিন বরফের অবস্থার রয়েছে। যদি সেটাই হয়ে থাকে তাহলে সেখান থেকে তাকে বের করে আনার কাজটি অতি কঠিন। এই বরফকে বের করতে হলে মঙ্গলের মাটিতে খনন চালাতে হবে। তাহলেই সেখান থেকে এই বরফের দেখা মিলতে পারে। মঙ্গলের মাটিতে খনন করা যে বিরাট কাজ সেটা বিলক্ষণ জানেন বিজ্ঞানীরা। তবে যদি এই বরফকে মাটির নিচ থেকে বের করে আনা যায় তাহলে সেখান থেকে যে জলের ভান্ডার বের হবে তা নিয়ে মঙ্গলের জলের চাহিদা মিটতে পারে। তবে কীভাবে এই জলকে মাটির নিচ থেকে বের করা হবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।
নাসার হাতে যে ছবি এসেছে সেখান থেকে দেখা গিয়েছে মঙ্গলের মাটির তলায় জলের মতো সাদা অংশ। এটি বরফ ছাড়া অন্যকিছু নয় বলেই মনে করছেন নাসার বিজ্ঞানীরা। মঙ্গলের যদি ভবিষ্যতে গিয়ে মানুষ বাস করে তাহলে তাদের জলের চাহিদা মেটাতে পারে এই কঠিন বরফ।
