আজকাল ওয়েবডেস্ক: গোড়ালিতে চোট। চলতি টি–টোয়েন্টি সিরিজে সম্ভবত আর নেই শুভমান গিল। তবুও দলের সঙ্গে আমেদাবাদে গিয়েছেন গিল। তাঁর শুক্রবারের ম্যাচে খেলা নিয়ে টিম ম্যানেজমেন্ট কিছু না বললেও গিল না পারলে ওপেনে হয়ত সঞ্জু স্যামসন আসবেন অভিষেকের সঙ্গে।
বৃহস্পতিবারই ভারতীয় দল পৌঁছে গেছে আমেদাবাদে। দলের সঙ্গে দেখা গিয়েছে সহ–অধিনায়ক গিলকে। গোড়ালির চোটে তিনি ভুগছেন।
এদিকে, ধোঁয়াশার জন্য লখনউ ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়। আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচ হওয়া নিয়েও কিছুটা সংশয় রয়েছে আবহাওয়াজনিত কারণে।
এটা ঘটনা, ডিসেম্বরের প্রথম থেকে উত্তর ভারতের একাধিক রাজ্যে কুয়াশা এবং ধোঁয়াশার দাপট শুরু হয়। বিমান এবং ট্রেন চলাচলেও প্রভাব পড়ে। এই কারণে গত বুধবার লখনউয়ের গ্রিন পার্ক স্টেডিয়ামে প্রয়োজনীয় দৃশ্যমানতার অভাবে ম্যাচ বাতিল করতে হয়েছিল। একাধিকবার পরিস্থিতি খতিয়ে দেখার পর রাত সাড়ে ন’টা নাগাদ ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নেন আম্পায়াররা। একই আশঙ্কা তৈরি হয়েছে আমেদাবাদের পঞ্চম ম্যাচ নিয়েও।
এটা ঘটনা, দূষণের প্রভাব রয়েছে আমেদাবাদেও। শুক্রবার সকালে আমেদাবাদের এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ১৬০ থেকে ১৮০–র মধ্যে। বৃহস্পতিবারের চেয়ে বেড়েছে দূষণের মাত্রা। ভারত–দক্ষিণ আফ্রিকা পঞ্চম টি–টোয়েন্টি ম্যাচ শুরু হওয়ার কথা সন্ধে ৭টায়। তার আগে সাড়ে ৬ টায় টস হওয়ার কথা। আবহাওয়া দপ্তর অবশ্য স্বস্তির খবর শুনিয়েছে। আবহবিদরা জানিয়েছেন, আমেদাবাদের বাতাসের মান স্বাস্থ্যকর নয়। তবে কুয়াশা বা ধোঁয়াশার দাপট থাকবে না। প্রায় স্বাভাবিক থাকবে দৃশ্যমানতা। ম্যাচ হতে কোনও সমস্যা হবে না।
এই পরিস্থিতি রয়েছে। সঙ্গে ভাবনা রয়েছে প্রথম একাদশ নিয়েও। এটা ঘটনা টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে গিলকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। এর আগে টেস্ট সিরিজেও চোট পেয়েছিলেন গিল। যার ফলে একদিনের সিরিজে খেলতে পারেননি। টি–টোয়েন্টি সিরিজের মাঝে ফের গোড়ালিতে চোট পেয়েছেন। তাই শুভমান না খেললে প্রথম একাদশে ঢুকবেন সঞ্জু।
ভারতীয় দলে আরও একটি বদল হতে পারে। জিতেশ শর্মার বদলে খেলতে পারেন বাংলার শাহবাজ আহমেদ। সঞ্জু থাকলে উইকেটরক্ষা তিনিই করবেন। পাশাপাশি অক্ষর প্যাটেল সিরিজ থেকে ছিটকে যাওয়ায় শাহবাজ তাঁর অভাব ঢাকতে পারেন বলে মনে করা হচ্ছে। অক্ষরের মতোই বাঁহাতি ব্যাটার তিনি। পাশাপাশি বাঁ হাতে স্পিনটাও করেন।
এদিকে, ব্যক্তিগত কারণে সিরিজের মাঝে বাড়ি ফিরলেও আবার দলের সঙ্গে যোগ দিয়েছেন জসপ্রীত বুমরা। তবে তাঁকে পঞ্চম টি–টোয়েন্টি ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে।
আমেদাবাদে ভারতের সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, শাহবাজ আহমেদ, হর্ষিত রানা, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী।
