বলিউডের কালজয়ী হিট ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল নিয়ে জল্পনা চলছিল অনেক দিন ধরেই। জোর খবর, ‘থ্রি ইডিয়টস’-এর এই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় পর্বের কাজ এগোচ্ছে জোরকদমে, আর নির্মাতারা আপাতত যে কাজের নাম ঠিক করেছেন তা হল ‘ফোর ইডিয়টস’। জানা গিয়েছে, ইতিমধ্যেই ছবির চিত্রনাট্যের খসড়া প্রায় চূড়ান্ত, আর ২০২৬ সালেই শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। পরিচালনার দায়িত্ব থাকছে আগের মতোই রাজকুমার হিরানির হাতেই।
প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ এক সূত্র জানাচ্ছে, এই মুহূর্তে গল্পের বিষয় অনেক বড় করে ভাবা হচ্ছে। শুধু আগের গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকে কাহিনি এগিয়ে নেওয়াই নয়, নতুন মাত্রা যোগ করতে আসছে আরও এক গুরুত্বপূর্ণ নতুন চরিত্র। সেই কারণেই ছবির কাজের নাম রাখা হয়েছে ‘৪ ইডিয়টস’! এও শোনা যাচ্ছে, এই নতুন চরিত্রে একজন বড় মাপের তারকাকে নেওয়ার পরিকল্পনা রয়েছে, আর সেই ‘চতুর্থ ইডিয়ট’-এর নাম নিয়েই ইতিমধ্যেই উৎসাহ ও কৌতূহল তৈরি হয়েছে দর্শকের মধ্যে। যদিও ছবির নাম আপাতত অস্থায়ী, পরে বদলও হতে পারে। তবে যে ভাবনায় এগোচ্ছেন নির্মাতারা, তাতে স্পষ্ট সিক্যুয়েলকে আগের চেয়ে আরও বড় মাপের ও প্রভাবশালী করে তুলতেই এই পরিকল্পনা।
২০০৯ সালে মুক্তি পাওয়া ‘থ্রি ইডিয়টস’ কেবল ব্লকবাস্টারই হয়নি, ভারতীয় শিক্ষা ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছিল গোটা দেশে। ছবিটি সে সময় বক্স অফিসে রেকর্ড গড়ে প্রথম ভারতীয় সিনেমা হিসেবে ২০০ কোটির ক্লাব ছুঁয়েছিল। তাই স্বভাবতই এই ছবির সিক্যুয়েল নিয়ে প্রত্যাশাও তুঙ্গে।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রথম ছবির মূল অভিনেতারা আমির খান, আর. মাধবন, শরমন জোশী এবং করিনা কাপুর খান নিজের নিজের চরিত্রে ফিরতে পারেন পর্দায়। আর তাঁদের সঙ্গে নতুন চরিত্র যুক্ত হওয়ার ফলে এই ছবির গল্পে তৈরি হবে নতুন উত্তেজনা, এমনটাই কিন্তু ইঙ্গিত পাওয়া গিয়েছে।
‘থ্রি ইডিয়টস’-এর মতো ‘ফোর ইডিয়টস’ ছবিটিও প্রযোজনা করবেন বিধু বিনোদ চোপড়া, পাশাপাশি থাকবেন রাজকুমার হিরানি ও আমির খানও। দর্শকদের কাছে ‘থ্রি ইডিয়টস’ যেভাবে আবেগ ও নস্ট্যালজিয়ার জায়গা তৈরি করে রেখেছে, সিক্যুয়েল সেই জায়গাকে ধরে রেখে আরও বড় সারপ্রাইজ দিতে পারবে কি না, এখন সেই অপেক্ষাই।
