আজকাল ওয়েবডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার কংগ্রেসের সামনে যৌথ ভাষণে শিশুদের উপর লিঙ্গ পরিবর্তন নিষিদ্ধ ও অপরাধমূলক করার আহ্বান জানান। তিনি বলেন, "কংগ্রেসকে একটি বিল পাশ করতে হবে যা স্থায়ীভাবে শিশুদের উপর লিঙ্গ পরিবর্তন নিষিদ্ধ ও অপরাধ হিসেবে গণ্য করবে এবং মিথ্যার অবসান ঘটাবে।"
ট্রাম্প তাঁর ভাষণে ‘ওকনেস’ বা সামাজিক অবিচার ও বৈষম্যের প্রতি সচেতনতা নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করেন এবং স্কুল, কর্মক্ষেত্র ও সামরিক বাহিনীতে যৌন বৈচিত্র্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তিনি আরও বলেন, "আমরা আমাদের স্কুল, সামরিক বাহিনী ও সমাজ থেকে ওকনেস দূর করছি। আমরা এটি চাই না, কারণ এটি সমস্যার সৃষ্টি করে।"
ট্রাম্প সমালোচনা করে বলেন যে তিনি তাঁর প্রশাসনের সময়ে ‘ক্রিটিকাল রেস থিওরি’ (সিআরটি) বা জাতিগত বৈষম্যের সমালোচনামূলক তত্ত্বকে স্কুলগুলো থেকে দূর করেছেন। তিনি বলেন, "আমাদের সমাজে সিআরটি জাতিগত বিভাজনের বিষ ঢেলে দেয়।" সিআরটি সমালোচকরা বলেন এটি সাদা জনগোষ্ঠীকে বর্ণবাদী হিসেবে চিহ্নিত করে, যদিও একাডেমিকরা বলেন এটি সমাজের দীর্ঘস্থায়ী বৈষম্যগুলিকে চিহ্নিত করে।
ট্রাম্পের ভাষণে আরও কিছু বিতর্কিত মন্তব্য ছিল, যার মধ্যে রয়েছে বৈচিত্র্য ও অন্তর্ভুক্তির প্রোগ্রামগুলির "স্বৈরাচার" বন্ধ করার প্রতিশ্রুতি। এছাড়াও, তিনি ভারতের বিরুদ্ধে উচ্চ শুল্কের অভিযোগ করেন এবং এপ্রিল ২ থেকে সমতা ভিত্তিক শুল্ক প্রবর্তনের ঘোষণা করেন, যার মাধ্যমে অন্যান্য দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের উপর যে হারে শুল্ক ধার্য করে, সেই একই হারে শুল্ক ধার্য করা হবে।
