মনামী ঘোষ আবারও নজরে এলেন তাঁর ভ্রমণ আর ফিটনেসের জন্য। সম্প্রতি তিনি ভিয়েতনামের একটি বিলাসবহুল হোটেলে ছুটি কাটাতে গিয়েছিলেন। সেই অবসর যাপনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, যা ইতিমধ্যেই ভাইরাল।
2
6
ছবিতে কালো মনোকিনিতে আত্মবিশ্বাসী মনামী। পাহাড়ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পুলের ধারে বসে লেন্সবন্দি হয়েছেন। মেদহীন চেহারা, চোখে কালো চশমা, মুখে হাসি। আরও একবার মুগ্ধতা ছড়ালেন অভিনেত্রী।
3
6
মনামী বরাবরই তাঁর ফিটনেস এবং স্বাস্থ্য সচেতনতার জন্য পরিচিত। নিয়মিত শরীরচর্চা ও স্বাস্থ্যকর জীবনযাপন তাঁর দৈনন্দিন রুটিনের অংশ। এর আগেও বিভিন্ন জায়গায় এমন স্টাইলিশ ও ফিট লুকে ধরা দিয়েছেন তিনি। তাক লাগিয়েছেন বিকিনিতে। অনুরাগীদের একাংশের মতে, বয়স যে কেবল একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করলেন অভিনেত্রী।
4
6
টেলিভিশনে দীর্ঘদিনের সফল কেরিয়ারের পাশাপাশি মনামী ওয়েব সিরিজ এবং ছবিতেও নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন। সাম্প্রতিক সময়ে একাধিক প্রোজেক্টে তাঁকে দেখা গিয়েছে গুরুত্বপূর্ণ চরিত্রে। কাজের ফাঁকেই দেশ-বিদেশে ঘুরে বেড়ান অভিনেত্রী।
5
6
কয়েকদিন আগেই নীল মনোকিনিতে ছবি পোস্ট করেছিলেন মনামী। তাঁর এই লুকে ছবি ছড়িয়ে পড়তেই অভিনেত্রীকে দেখে চোখ ফেরাতে পারেননি অনুরাগীরা।
6
6
টলিপাড়ার অন্দরের গুঞ্জন আবারও নাকি ছোটপর্দায় ফিরছেন মনামী। কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে? এই বিষয়ে যদিও মুখ খোলেননি তিনি। কারণ, এরকম গুঞ্জন হামেশাই শোনা যায়।