আজকাল ওয়েবডেস্ক: বিশ্ব জুড়ে যখন ইজরায়েল-ইরান সংঘাত ঘিরে নতুন করে যুদ্ধের দামামা বাজছে, ঠিক সেই সময়ই ফ্রান্সের মাটিতে শুরু হল ভারত ও ফ্রান্সের সেনাবাহিনীর যৌথ সামরিক মহড়া ‘শক্তি ২০২৫’।
যুদ্ধ পরিস্থিতিতে দুই দেশের সেনাবাহিনীর কৌশলগত সমন্বয় ও প্রতিরক্ষার সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে আয়োজিত হয়েছে এই সামরিক মহড়া। বৃহস্পতিবার ফ্রান্সের ল্যা কাভালরি শহরে এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় এই মহড়ার অষ্টম সংস্করণ।
ভারতীয় সেনা ও ফরাসি স্থলবাহিনীর প্রতিনিধিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদ্বোধনের পরে যৌথভাবে শুরু হয় প্রশিক্ষণ। ‘শক্তি ২০২৫’ মহড়ার মূল উদ্দেশ্যই হল উপসামরিক বা সঙ্কটপূর্ণ পরিবেশে দুই দেশের সেনাবাহিনীর পারস্পরিক অভিযান পরিচালনার ক্ষমতা, আস্থা ও সমন্বয় বৃদ্ধির ওপর জোর দেওয়া। এছাড়াও এই তালিকায় রয়েছে বহুস্তরীয় অভিযান পরিচালনার দক্ষতা অর্জন। বিশেষজ্ঞদের মতে, এই সামরিক মহড়া দুই দেশের সম্পর্ককে আরও গভীর করবে।
বর্তমানে পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে, ভারত-ফ্রান্সের এই মহড়া শুধু প্রতিরক্ষা প্রশিক্ষণ নয়। বরং আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থায় স্থিতিশীলতার বার্তা। এমনটাই বিশ্লেষণ প্রতিরক্ষা বিশেষজ্ঞদের। দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রক ও ফ্রান্সে অবস্থিত ভারতীয় দূতাবাস নিয়মিত এই অনুশীলনের তথ্য জানাচ্ছে। অন্যদিকে, ফরাসি প্রতিরক্ষা বিভাগও এই মহড়াকে দুই দেশের বন্ধুত্বের নিদর্শনের প্রতীক হিসেবেই তুলে ধরছে।
প্রসঙ্গত, ২০০৩ সাল থেকে শুরু হওয়া ‘শক্তি অনুশীলন’ প্রতি দু’বছর অন্তর ভারত এবং ফ্রান্সে অনুষ্ঠিত হয়। প্রতিবারই অনুশীলনের পরিধি ও গুরুত্ব বাড়ছে। তবে, এবারের অনুশীলনের নির্দিষ্ট কৌশলগত দিক এখনও প্রকাশ্যে আসেনি। অনুমান করা হচ্ছে, শহরের ভিতর যুদ্ধ, সন্ত্রাস দমন অভিযান, মানবিক সহায়তা এবং দু'দেশের সমন্বয়ে অভিযান এবারের মহড়ার মূল বিষয় হতে পারে।
