আজকাল ওয়েবডেস্ক: ব্যাপক বিক্ষোভের জেরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের উপর বিতর্কিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরও ছাত্র, যুবদের জোরদার আন্দোলন অব্যাহত। জেন-জি প্রতিবাদীরা নেপালের প্রধানমন্ত্রী ওলির ইস্তফার দাবিতে অনড়। সূত্রের খবর, এবার প্রধানমন্ত্রী ওলিকে ইস্তফা দিতে বলেছেন নেপালের সেনাপ্রধান অশোক রাজ সিগডেল! প্রথমে পদ কুর্সি না চাইলেও শেষমেষ বিক্ষোভের অভিঘাত আঁচ করতে পেরেছেন তিনি। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি দুবাই যাওয়ার মনস্থির করেছেন। নিরাপদে যাতে দেশ ছাড়া যায় সেই জন্য সেনার কাছে অনুরোধ জানিয়েছেন তিনি।

নেপালি প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্র 'ইন্ডিয়া টুডে টিভি'কে জানিয়েছে যে, ওলি চিকিৎসার অজুহাতে দুবাই যাওয়ার কথা ভেবেছেন। বেসরকারি বিমান সংস্থা, হিমালয় এয়ারলাইন্সকে প্রধানমন্ত্রীকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য স্ট্যান্ডবাইতে থাকতে বলা হয়েছে বলেও খবর মিলেছে। মন্ত্রীরা মন্ত্রিসভা ত্যাগ করছেন। ওলি ইতিমধ্যেই তাঁর উপ-প্রধানমন্ত্রীকে প্রশাসন চালানোর ভার দিয়েছেন।

এদিকে, পরিস্থিতি মূল্যায়ন এবং একটি অর্থপূর্ণ সিদ্ধান্তে পৌঁছানোর জন্য ওলি আজ (মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২৫) সন্ধ্যা ছয়'টায় একটি সর্বদলীয় বৈঠকও ডেকেছেন। অলি একটি চিঠিতে বলেছেন, "পরিস্থিতি মূল্যায়ন এবং একটি অর্থপূর্ণ সিদ্ধান্তে পৌঁছানোর জন্য আমি সংশ্লিষ্ট পক্ষগুলির সঙ্গে আলোচনায় আছি। এজন্য আমি আজ সন্ধ্যা ছয়'|টায় একটি সর্বদলীয় সভাও ডেকেছি। এই কঠিন পরিস্থিতিতে সকল ভাই ও বোনদের শান্ত থাকার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি।" 

সব মন্ত্রী পদত্যাগ করুন:
মঙ্গলবার, স্বাস্থ্যমন্ত্রী প্রদীপ পাউডেলও ইস্তফা দিয়েছেন। বিক্ষোভকারীদের উপর হিংসা দমন-পীড়নের প্রতিবাদে প্রদীপ পাউডেলব হলেন পদত্যাগকারী নেপাল মন্ত্রিসভার তৃতীয় মন্ত্রী। সোমবারের সংঘর্ষের ফলে আরও দু'জনের পদত্যাগের পর পাউডেল পদত্যাগ করলেন। এর আগে, নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক এবং কৃষিমন্ত্রী রামনাথ অধিকারী মারাত্মক সংঘর্ষের পর নৈতিকতার কারণে পদত্যাগ করেন।

নেপালের সংঘর্ষে এখনও পর্যন্ত কমপক্ষে ২০ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি আহত হয়েছেন।

রাজনীতিবিদদের বাড়িঘরে আগুন:
অস্থিরতা নেপালের সাসক দলের নেতা, মন্ত্রীদের বাসভবনেও ছড়িয়েছে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেলের ব্যক্তিগত বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। এর আগে, বিক্ষোভকারীরা ললিতপুরে প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল ওরফে প্রচণ্ড-র বাসভবন ভাঙচুর করে এবং নেপালি কংগ্রেসের সভাপতি শের বাহাদুর দেউবার বাড়ির বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িতে আগুন দেওয়ার আগে দেউবার বাসভবনে হামলা চালানো হয়।

সোমবার রাতে জরুরি মন্ত্রিসভার বৈঠকের পর সরকার ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব এবং এক্স-সহ ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। ব্ল্যাকআউটের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ কাঠমান্ডু, ললিতপুর, পোখরা, বুটওয়াল, ভৈরহাওয়া এবং ভরতপুর জুড়ে হিংসা বিক্ষোভের সূত্রপাতের পর এই পদক্ষেপ করা হয়।

আরও পড়ুন- 'জেন জি' বিদ্রোহে অগ্নিগর্ভ নেপাল! বিপ্লবের অন্যতম মুখ সুদান গুরুং, কে তিনি? রইল পরিচয়...