আজকাল ওয়েবডেস্ক : সূর্য এমন একটি বিষয় যাকে নিয়ে সবাই নিজের কল্পনা গড়ে তোলে। সূর্যকে নিয়ে বহুবছর ধরে মানুষের আগ্রহ ছিল আছে এবং থাকবে। সূর্যকে নজরে রাখা আমাদের সবার প্রধান কাজ। আমরা তার জন্য বেঁচে আছি। আর সূর্য নিয়ে নতুন চিন্তাভাবনা শুরু হল।
সূর্যের উপরিস্তরে প্রবল হাওয়া বইছে। যাকে বলা হয় সোলার উইন্ড। যা অনেক সময় ঝড়ের মত বয়। যে ঝড়ের ঘনত্বও যথেষ্ট। সেই সঙ্গে আছে ঝড়ের গতি। সূর্যের উপরিস্তরের এই হাওয়া বাতাসের প্রাত্যহিক খবর রাখা দরকার। অনেকটা প্রতিমুহুর্তের খবরের মত।
বিজ্ঞানীরা তৈরি করেছেন একটি নতুন যন্ত্র। করোনাল ডায়াগনস্টিক এক্সপেরিমেন্ট বা কোডেক্স। যন্ত্রটি উড়ে যাবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে। সেখানেই সেটি বসানো হবে। যা প্রতি ৯০ মিনিটের মধ্যে ৫৫ মিনিট সূর্যের উপরিস্তরের হাওয়া বাতাসের খবর নেবে এবং সেই তথ্য বিজ্ঞানীদের সরবরাহ করবে।
এই যন্ত্রকে সহজ করে করোনাগ্রাফ বলা হচ্ছে। যা তৈরি হয়েছে ২টি দেশের মহাকাশ গবেষণা সংস্থার যৌথ প্রচেষ্টায়। দক্ষিণ কোরিয়ার কাসা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নাসা যৌথ উদ্যোগে এই যন্ত্রটি তৈরি করেছে।
স্পেসএক্স সংস্থার ফ্যালকন রকেট এই কাজ করছে। যে ফ্যালকন রকেটটি এবার উড়ে যেতে চলেছে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে, তাতে করেই আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছে যাবে এই করোনাগ্রাফ যন্ত্র। এরফলে সূর্যদেব সম্পর্কে আরও বিস্তারিত তথ্য আসবে পৃথিবীর বিজ্ঞানীদের কাছে।
