আজকাল ওয়েবডেস্ক: যেন প্রহর গুনছিল, অপেক্ষার। সেই অপেক্ষা শেশ হতেই আকাশ পথে ‘শত্রু’ দেশের উপর হামলা চালায় ইজরায়েল। কয়েকঘণ্টায় পাল্টা প্রত্যাঘাত ইরানেরও। দুই দেশের সংঘাত তেলের দাম, আকাশ পথ, পরমাণু সংক্রান্ত আলোচনা, যুদ্ধ-সহ একাধিক বিষয়ে নানা ভাবে প্রভাব ফেলতে পারে বিশ্বের নানা দেশে। প্রভাব ফেলতে পারে আরও একটি বিষয়ে, তেমনটাই মত বিশেষজ্ঞদের।

ইরানে বিশ্বের বৃহত্তম গ্যাসক্ষেত্র(গ্যাস ফিল্ড)-এ বোমা হামলা চালিয়েছে ইজরায়েল। বিশেষজ্ঞরা বিষয়টিকে ‘বিগ ডিল’ বলেই মনে করছেন। 

শনিবার ইজরায়েলি বিমান হামলায় ইরানের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়াকরণ ইউনিটে আগুন লাগার পর, বিশ্বের বৃহত্তম গ্যাস ফিল্ড, সাউথ পার্স-এ গ্যাস উৎপাদন আংশিকভাবে বন্ধ করতে বাধ্য হয় ইরান। অফশোর সাইটের ১৪ নম্বর ফেজে এই হামলার ফলে প্রতিদিন ১ কোটি ২০ লক্ষ ঘনমিটার গ্যাস উৎপাদন বন্ধ হয়ে গিয়েছে, তথ্য সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে। 

সাউথ পার্স গ্যাস ফিল্ড কী?


ইরানের বুশেহর প্রদেশের উপকূলে সাউথ পার্স গ্যাস ক্ষেত্রটি বিশ্বের বৃহত্তম ন্যাচরাল গ্যাস রিজার্ভ। এর একটি অংশ, যেটিকে নর্থ পার্স গ্যাস ফিল্ড বলা হয়, সেটি কাতারের ভাগে পড়ে। এটি ইরানের অভ্যন্তরীণ গ্যাসের প্রায় দুই-তৃতীয়াংশ, হিসেব প্রায় ৬৬ শতাংশ সরবরাহ করে।

এই প্রসঙ্গে উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার পরে ইরান বিশ্বের তৃতীয় বৃহত্তম গ্যাস উৎপাদনকারী,  বার্ষিক প্রায় ২৭৫ বিলিয়ন ঘনমিটার গ্যাস উৎপাদন করে। যা বিশ্বব্যাপী উৎপাদনের প্রায় ৬.৫ শতাংশ। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে, এই গ্যাসের বেশিরভাগই অভ্যন্তরীণভাবে ব্যবহার করা হয়। তবে ইরাকের মতো দেশে রপ্তানি করা হয় কিছু পরিমাণ। শেল এবং এক্সনমোবিলের মতো বিশ্বব্যাপী জ্বালানি সংস্থাগুলির সহায়তায় কাতার প্রতি বছর একই ক্ষেত্র থেকে ইউরোপ এবং এশিয়ায় ৭৭ মিলিয়ন টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানি করে।


সাউথ পার্স-কেন এই সময় চিন্তার?

এই হামলায় উঠে আসছে ২০১৯-এর প্রসঙ্গে। বিশেষজ্ঞরা মনে করাচ্ছেন ২০১৯ সালে সৌদি তেল ক্ষেত্রে হামলা বিশ্ব বাজারকে প্রভাবিত করেছিল। এই হামলার পর, খার্গ দ্বীপ যা মূলত ইরানের প্রধান তেল রপ্তানি টার্মিনাল-সহ একাধিক জায়গায় হামলার আশঙ্কা রয়েছে। আর ওই জায়গাগুলি দিয়েই বিশ্বের ২১ শতাংশ এলএনজি এবং ১৪ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল প্রতিদিন যাতায়াত করে। শুক্রবারেই তরতরিয়ে বেড়েছে তেলের দাম। দু’ দেশের সংঘাত চিন্তা বাড়াচ্ছে গ্যাস নিয়েও।