আজকাল ওয়েবডেস্ক: চারদিন পেরিয়ে পাঁচদিন। সংঘর্ষবিরতি দূরে থাক, দিনে দিনে তীব্র হচ্ছে সংঘাত। কোনও পক্ষই থামার কোনও লক্ষ্মণ দেখাচ্ছে না। মুহুর্মুহু বোমা, মিসাইল, বিস্ফোরণ আর আতঙ্ক। দুই দেশের ক্ষমতার লড়াইয়ে বলি সাধারণ মানুষ। ইজরায়েল ডিফেন্স ফোর্স কিছুক্ষণ আগেও বিবৃতি দিয়ে জানিয়েছে সেখানে ফের ক্ষেপণাস্ত্র অর্থাৎ মিসাইল হামলা করেছে ইরান। উত্তর ইজরায়েল জুড়ে বাজছে সাইরেন। 

অন্যদিকে,  সোমবার ইজরায়েলি বাহিনী ইসলামিক রিপাবলিক অফ ইরান নিউজ নেটওয়ার্ক এর সদর দপ্তরে হামলা চালিয়েছে, যার ফলে হঠাৎ করেই এর সরাসরি সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবরে দাবি করা হয়েছে। সমাজমাধ্যমে ওই মুহূর্তের বেশকিছু ভিডিও ছড়িয়ে পড়েছে, যদিও তার সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। 

সোমবার ইরানের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, সংঘাত শুরুর হওয়ার পর থেকে ইজরায়েলি হামলায় কমপক্ষে ২২৪ জন নিহত হয়েছেন। ইজরায়েলে মৃতের সংখ্যা ২০ জনেরও বেশি। আহত হয়েছেন কমপক্ষে ৩০০ জন। সোমবার ইরান দাবি করেছিল, দেশের পশ্চিমে একটি হাসপাতালকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইজরায়েল। এটিকে ‘যুদ্ধাপরাধ’ বলেও নিন্দা করা হয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকিয়ি বলেন, "পশ্চিম ইরানের কেরমানশাহ শহরের ফারাবি হাসপাতাল ইজরায়েল সরকারের আক্রমণাত্মক হামলার নিশানায় পরিণত হয়েছে।" তিনি আরও বলেন, "আবাসিক এলাকায় হামলার পাশাপাশি হাসপাতালগুলিতে হামলা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং যুদ্ধাপরাধ।"

প্রতিবেদন লেখার সময় পর্যন্ত প্রাপ্ত তথ্য, ওমান সাগরে তিনটি তেলের ট্যাঙ্কারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।