আজকাল ওয়েবডেস্ক: বর্তমান সময়ে গুগল ম্যাপের ব্যবহার করে থাকেন বহু মানুষ। সাধারণত যাঁরা গন্তব্য পর্যন্ত পৌঁছনোর রাস্তা জানেন না, তাঁরা গুগল ম্যাপের সহায়তা নেন। গুগল ম্যাপ তাঁদের রাস্তা বাতলে দেয়। অনেক সময় গুগল ম্যাপ ধরে এগোতে গিয়ে সমস্যার মুখোমুখিও পড়তে হয়েছে অনেককে। কেউ কেউ গুগল ম্যাপ ধরে এগোতে গিয়ে দুর্ঘটনার মুখোমুখিও হয়েছেন। একেবারে সাম্প্রতিক সময়ে এই ঘটনা ঘটেছে পরপর দু' বার। কিন্তু এবার গন্তব্য নয়, গুগল ম্যাপের সহায়তায় খুনের কিনারা হল।
গত বছরের একটি নিখোঁজ মামলার তদন্ত চলছিল। ২০২৩ সালে একজন তাঁরই এক আত্মীয়র নিখোঁজ ডায়রি লেখান পুলিশের কাছে। স্প্যানিশ তদন্তকারীরা ওই অভিযোগের ভিত্তিতে তদন্ত চালাচ্ছিলেন। শুরুর দিকে কোনও তথ্য না পেলেও, আচমকা গুগল ম্যাপের মাধ্যমে একটি ছবি থেকে তাঁরা খুনের কিনারা করেন বলে খবর।
তদন্তকারীরা হদিশ পেয়ে সন্দেহভাজনের বাড়িতে যান। তাদের যানবাহনে তল্লাশি চালায়। প্রাথমিকভাবে 'ইমেজ ইন এ লোকেশন অ্যাপ্লিকেশন' থেকে একটি গাড়ির খোঁজ পাওয়া যায়। তদন্তকারীরা ওই গাড়ির সূত্র ধরে তদন্ত এগিয়ে নিয়ে যান। সোরিয়া প্রদেশের একটি কবরস্থানে একটি পচাগলা দেহ উদ্ধার হয় । পুলিশ ওই ব্যক্তির সঙ্গী এবং সঙ্গীর প্রাক্তন প্রেমিককে গ্রেপ্তার করেছে।
