আজকাল ওয়েবডেস্ক: ডিপসিক। সম্প্রতি শুধু চর্চায় নয়, রীতিমত বিশেষজ্ঞ, বিশ্লেষকদের কপালে ভাঁজ ফেলেছে এই শব্দ। অনেকেই বলছেন, এই ডিপসিক-এর হাত ধরেই কৃত্রিম বুদ্ধিমত্তায় মার্কিন মুলুককে বলে বলে গোল দেবে চীন। ট্রাম্পের ক্ষমতায় ফিরেই শুল্ক-হুমকির মাঝে চীনের এই কৃত্রিম বুদ্ধি দিয়ে ধাক্কা দেওয়ার বিষয়টি বিশ্ব রাজনীতিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
ডিপসিক কী? ডিপসিক হল চীনা একটি এআই-চালিত চ্যাটবট সংস্থা। জানুয়ারিতে এটি আত্মপ্রকাশ করার পর, অ্যাপল স্টোর থেকে ব্যাপক হারে এটি ডাউনলোড হয়েছে। এর অন্যতম কারণ, মার্কিন মুলুক চালিত এআই সংস্থাগুলির তুলনায় ডিপসিকের ক্ষেত্রে খরচ অনেক কম।
সিলিকন ভ্যালি ভেঞ্চার ক্যাপিটালিস্ট মার্ক অ্যান্ড্রিসেন ডিপসিককে এআই-জমানায় অভূতপূর্ব বলে উল্লেখ করেছেন। এই ডিপসিক প্রস্তুত করতেও খরচ হয়েছে অন্যান্য সংস্থার থেকে অনেক কম। ২০২৩ সালের জুলাই মাসে এই অ্যাপ আত্মপ্রকাশ করলেও, মার্কিন মুলুকে সেটি আত্মপ্রকাশ করে চলতি বছরের জানুয়ারি মাসে।
এতদিন পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় রাজত্ব চালিয়েছে ওপেন এআই, গুগল, মেটা। কিন্তু এবার তাদের একচ্ছত্র রাজত্বে থাবা বসাচ্ছে ডিপসিক। ডিপসিক-এর জনপ্রিয়তার কারণে ইতিমধ্যে মার্কিন সংস্থা এনভিডিয়া বিপুল ধাক্কা খেয়েছে। একদিকে প্রায় ৫০লক্ষ কোটি টাকা ক্ষতি হয়েছে ওই সংস্থার, সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর তেমনটাই।
