আজকাল ওয়েবডেস্ক: কমবেশি সকলের ঘরে আরশোলা থাকে। এই প্রাণীটিকে দেখে অনেকে নিজের নাক সিঁটিয়ে নেন। আবার কেউ একে তাড়িয়ে দিতে সময় নষ্ট করেন না। তবে এই আরশোলার অন্য চিত্র সকলের সামনে উঠে এসেছে। জার্মানির একটি প্রতিষ্ঠান সম্প্রতি এমনই একটি আরশোলাকে তৈরি করেচে। এটি এমনভাবে তৈরি করা হয়েছে যে সেখান থেকে একে একেবারে জীবন্ত আরশোলার মতোই দেখতে।
তবে এটি একেবারে রিমোর্ট দ্বারা চালিত। সেখানে এটি দিয়ে যেকোনও ধরণের গোয়েন্দা অপারেশন চালানো বা কারও বাড়ির সমস্ত খবর শুধু শোনাই নয়, দেখাও যাবে। এই আরশোলাকে এমনভাবে তৈরি করা হয়েছে যে এর দুটি চোখে ক্যামেরা রয়েছে। ফলে সেখান থেকে এটি যেদিকে যাবে সেদিকেই ক্যামেরা থাকবে। গোটা ঘরের ছবি অতি সহজেই সে সকলের সামনে তুলে ধরতে পারবে।
যে প্রতিষ্ঠান এই আরশোকে তৈরি করেছে তারা জানিয়েছে এটি মূলত নজরদারিতে কাজে লাগানোর জন্য তৈরি করা হয়েছে। ফলে সেখান থেকে এর অন্য কোনও কাজ নেই। দেশের প্রতিরক্ষা দপ্তর যদি সবুজ সঙ্কেত দেয় তাহলে তারা দ্রুত এই আরশোলাকে তাদের হাতে তুলে দেবে।
এই আরশোলা একটি নতুন ধরণের রোবট। যেটি নিজের মতো করে কাজ করতে পারে। একে এআই দিয়েও পরিচালনা করা যেতে পারে। দেখতে একেবারে আসলের মতো হলেও এর কাজ সকলকে অবাক করে দেবে।

এই আবিষ্কার ইতিমধ্যে সকলকে অবাক করে দিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের কর্তারা একে নিজেদের কাজে লাগাতে চাইছে। ফলে বাজারে এর বিরাট চাহিদা ইতিমধ্যে তৈরি হয়েছে।
বিজ্ঞানীরা তেলাপোকার মতো দেখতে রোবট তৈরি করেছেন যা সরু এবং অপ্রবেশ্য স্থানে প্রবেশ করতে পারে। এছাড়াও, কিছু গবেষক তেলাপোকার শরীরের সাথে ইলেক্ট্রনিক ডিভাইস যুক্ত করে সেগুলোকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন।
আরও পড়ুন: ট্রাম্পের শুল্ক নীতি ভারতের সোনার বাজারে কী প্রভাব ফেলবে, রইল বিশেষজ্ঞ মতামত
এই ধরনের রোবট তেলাপোকাগুলি বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে, যেমন:
উদ্ধার কাজে: ভূমিকম্প বা অন্যান্য দুর্যোগের পর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের খুঁজে বের করার জন্য এই রোবটগুলি ব্যবহার করা যেতে পারে।
সামরিক কাজে: শত্রুপক্ষের গতিবিধি নজরদারি করার জন্য বা বিস্ফোরক সনাক্ত করার জন্য এই রোবটগুলি ব্যবহার করা যেতে পারে।
গবেষণায়: তেলাপোকার আচরণ এবং শারীরবিদ্যা সম্পর্কে আরও ভালোভাবে জানার জন্য এই রোবটগুলি ব্যবহার করা যেতে পারে।
কিছু বিজ্ঞানী এই রোবট তেলাপোকাগুলিকে "সাইবর্গ তেলাপোকা" হিসেবেও অভিহিত করেছেন, যেখানে তারা অর্ধেক জীবন্ত এবং অর্ধেক রোবট। মোটকথা, রোবট আরশোলা বর্তমানে একটি আকর্ষণীয় এবং সম্ভাবনাময় প্রযুক্তি যা ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
