আজকাল ওয়েবডেস্ক: মানবিক হওয়ার ভান করে হাতিয়ে নেওয়া হল লাখ লাখ টাকা। একজন বয়স্ক মহিলার ছেলে হওয়ার ভান করেছিলেন ওই প্রতারক। ঘটনাটি চিনের। পাঁচ লক্ষ ষাট হাজার ইউয়ান বা ভারতীয় মুদ্রায় টাকার অঙ্কটা প্রায় ৬৬ লাখ টাকা। 

 

 

ঠিক কী ঘটেছিল? জানা গিয়েছে, সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাংহাই থেকে আসা তাং নামে ৭০ বছর বয়সী ওই বৃদ্ধা একাই থাকতেন এবং তার কোনও সন্তান ছিল না। ২০২২ সালে, তাং এর ভাগ্নি জিয়াং প্রথম লক্ষ্য করেছিলেন, তিনি একজন অজানা অচেনা ব্যক্তির কাছে প্রচুর পরিমাণে টাকা পাঠাচ্ছেন। এরপর তিনি খোঁজ শুরু করেন। 

 

 

জানা যায় ওই ব্যক্তির নাম, মাও। তিনি ২০২১ সাল থেকে প্রচুর সম্পত্তির মালিক ট্যাংকে মা বলে সম্বোধন করতে শুরু করেন। এরপর তাঁর সঙ্গে ভাব জমান। এরপর নানা অছিলায় ওই মহিলার কাছ থেকে টাকা নেওয়া শুরু করেন। প্রথমে তিনি ওই মহিলাকে বলেন, তাঁর পেটের ক্যান্সার হয়েছে। এরপর বলেন তাঁর বাবা খুব অসুস্থ ছিলেন। তাই অর্থ প্রয়োজন। এমনকী শেষে বলেন, তাঁর বান্ধবীর গর্ভপাতের প্রয়োজন রয়েছে। নরম মনের ট্যাং তাঁর প্রতিটি গল্প বিশ্বাস করেছিলেন। এমনকী তাঁর যে টাকা প্রয়োজন হয়েছিল সেই টাকাও দিয়েছিলেন। মাও ওই মহিলার সঙ্গে দেখা করে মিষ্টি কথায় ভুলিয়েছিলেন তাঁকে। 

 

 

 

সব ঠিকই ছিল। এরপর মাও হঠাৎ করেই যোগাযোগ কমিয়ে দেন। তখন ট্যাং এর সন্দেহ জন্মায়। ২০২৩ সালের শেষে তাঁরা আইনের দ্বারস্থ হন। এরপর তদন্ত করতে গিয়ে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, মাও তাঁর প্রতারণা বজায় রাখতে চারটি পৃথক অ্যাকাউন্ট ব্যবহার করেছেন। প্রত্যেকটি ক্ষেত্রেই দেখা গিয়েছে আলাদা আলাদা ব্যক্তি ছিলেন। সমস্ত প্রমাণ হাতে আসার পর পুলিশ সাংহাই এ মাওকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে দুই বছর ধরে প্রতারণার অভিযোগে ১১ লাখ টাকা জরিমানা সহ ১০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।