আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে ঋষভ পন্থ দাঁড়াবেন উইকেটের পিছনে। ব্যাটিং পজিশনও ফিরে পেলেন তিনি। কিন্তু ধ্রুব জুড়েল ঘরোয়া ক্রিকেটে যে ফর্মে রয়েছেন, তাতে তাঁকে উপেক্ষা করা যাবে না। প্রোটিয়াদের বিরুদ্ধে ধ্রুব জুড়েলকে একজন ব্যাটার হিসেবেই খেলানো হবে।
আগের তিনটি টেস্ট ধ্রুব জুড়েল ওভাল, আহমেদাবাদ ও দিল্লিতে উইকেট কিপার হিসেবেই খেলেছেন। সেই সময়ে পন্থ চোট সারিয়ে ওঠার লড়াইয়ে ব্যস্ত ছিলেন। ঘরোয়া মরশুমে জুড়েলের রান যথাক্রমে ১৪০, ১ ও ৫৬, ১২৫, ৪৪ ও ৬, ১৩২ ও ১২৭ অপরাজিত। তিনটি শতরান, একটি টেস্ট সেঞ্চুরি, একটি হাফ সেঞ্চুরি এবং একটি চল্লিশোর্ধ্ব ইনিংসের জন্য জুড়েলকে কখনওই উপেক্ষা করা যাবে না।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের একটি সূত্র সংবাদ সংস্থাকে জানিয়েছে, জুড়েল স্পেশালিস্ট ব্যাটার হিসেবে হয়তো খেলবে। দুটো জায়গা রয়েছে যেখানে ধ্রুব জুড়েলকে খেলানো যায়। একটি নম্বর তিন পজিশনে যেখানে সাই সুদর্শন খেলে। কিন্তু শেষ টেস্টে সাই সুদর্শন পঞ্চাশ করেছে। টিম ম্যানেজমেন্ট তিন নম্বর পজিশনকে থিতু করতে চায়।''
আর একটি পজিশন রয়েছে। সেটা নীতীশ কুমার রেড্ডির। জুড়েলের আগে তাঁকে খেলানো যাবে না। ভারতীয় কন্ডিশনে নীতীশের বোলিং কাজে লাগবে না। গৌতম গম্ভীর কিন্তু ধ্রুব জুড়েলকে মিডল অর্ডারে সুযোগ দিতে চাইছেন যাতে দীর্ঘক্ষণ ব্যাট করতে পারে।
এদিকে, দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিরুদ্ধে দ্বিতীয় আনঅফিশিয়াল টেস্টের তৃতীয় দিনে ফের চোটের পেলেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। এর আগে ইংল্যান্ড সিরিজে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন।
তারপর দীর্ঘ বিরতির পর টেস্টে প্রত্যাবর্তনের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। কিন্তু নতুন করে চোটের কারণে আবারও অনিশ্চয়তা দেখা দিয়েছে সিরিজ শুরুর আগে তাঁর ফিটনেস নিয়ে।
বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে দ্বিতীয় বেসরকারি টেস্ট ম্যাচে সকালে কেএল রাহুল দ্রুত আউট হওয়ার পর ব্যাট করতে নামেন পন্থ। তবে তাঁর ইনিংস স্থায়ী হয় মাত্র ২২ বল।
দক্ষিণ আফ্রিকার বোলার সেপো মোরেকির বলে দু’বার আঘাত পান তিনি। প্রথমে বাঁ হাতে এবং পরে কুঁচকির কাছে। দু’বার চিকিৎসার পর অবশেষে মাঠ ছাড়তে বাধ্য হন পন্থ, তাঁর পরিবর্তে নামেন ধ্রুব জুড়েল।
