আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গল টেনিস সংস্থার প্রেসিডেন্ট হলেন দেশের টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজ।
সৌরভ গঙ্গোপাধ্যায় সিএবি প্রেসিডেন্ট পদে রয়েছেন। আর টেনিস প্রেসিডেন্ট লিয়েন্ডার। বাংলার দুই কিংবদন্তি দুই খেলার প্রধান।
শনি সন্ধ্যায় আনুষ্ঠানিক ভাবে লিয়েন্ডারের হাতে দায়িত্ব তুলে দেন বিদায়ী সভাপতি হিরন্ময় চট্টোপাধ্যায়। বার্ষিক সাধারণ সভায় লিয়েন্ডারকে সর্বসম্মতিক্রমে বেছে নেওয়া হয়েছে। লিয়েন্ডার বলেন, ''এই দিনটা আমার কাছে স্মরণীয়। আমার বাবাকে খুব মিস করছি। জুনিয়র টেনিস, অনূর্ধ্ব ১০, অনূর্ধ্ব ১২, অনূর্ধ্ব ১৪ টুর্নামেন্ট খেলেছি বিটিএ-তে।''
লিয়েন্ডারের সংযোজন, ''গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হোক বা অলিম্পিক চ্যাম্পিয়ন, ব্যাপারটা একরকম। কিন্তু ক্রীড়া প্রশাসনের ব্যাপার হলে এটাই আমার প্রথম সার্ভ। প্রথম সার্ভে আমি একজন ছাত্র। এবং আমার দলের ছাত্র নেতা।''
বিদায়ী প্রেসিডেন্ট হিরন্ময় চ্যাটার্জি জানান, আগামী বছর দুটো আন্তর্জাতিক প্রতিযোগিতা রয়েছে। একটি ডিকেএস আইটিএফ জুনিয়র। জানুয়ারির ১৯ থেকে ২৪ পর্যন্ত চলবে সেই টুর্নামেন্ট। ৯ মার্চ থেকে শুরু হবে পুরুষদের প্রতিযোগিতা। পুরুষ ও মিক্সড ডাবলস মিলিয়ে মোট ১৮টি গ্র্যান্ড স্লাম চ্য়াম্পিয়ন লিয়েন্ডার। সেই তাঁর হাতেই এবার চলবে বঙ্গীয় টেনিস সংস্থা।
