আজকাল ওয়েবডেস্ক: ওসমান হাদির মৃত্যুতে উত্তাল বাংলাদেশ। বৃহস্পতিবার রাত থেকেই ভয়ঙ্কর রূপ নেয় বিক্ষুব্ধদের তাণ্ডব। আগুন ধরিয়ে দেওয়া হয় বাংলাদেশের প্রথমসারির সংবাদমাধ্যম 'প্রথম আলো' এবং 'দ্য ডেলি স্টার'-এর কার্যালয়ে।
সেই সময় সংবাদমাধ্যমের দপ্তরের ভিতরে ছিলেন কর্মী-সাংবাদিকরা। তাঁরা কোনও রকমে ছাদে উঠে প্রাণ বাঁচান। সোশ্যাল মিডিয়ায় অনেকেই পোস্ট করে জানান আশঙ্কার কথা। তাঁদের পরে ছাদ থেকে ক্রেনের মাধ্যমে উদ্ধার করা হয়।

ওই দুই সংবাদমাধ্যমের অফিস ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায়, শুক্রবার খবরের কাগজ প্রকাশিত হয়নি। বাংলাদেশের অন্যান্য সংবাদমাধ্যমগুলি সূত্রে খবর, অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে ওই সংবাদমাধ্যমগুলির কার্যক্রম।
শুক্রবার বিবিসি বাংলার প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, 'প্রথম আলো' এবং 'দ্য ডেলি স্টার'-এর সম্পাদকদের সঙ্গে ফোনে কথা বলেছেন বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা
মহম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানিয়েছে বলে দাবি করা হয়েছে।
তথ্য, 'প্রথম আলো'র সম্পাদক মতিউর রহমান ও 'দ্য ডেলি স্টার'-এর সম্পাদক মাহফুজ আনামের সঙ্গে কথা বলে ইউনূস জানিয়েছেন- 'আপনাদের প্রতিষ্ঠান ও সংবাদকর্মীদের ওপর এই অনাকাঙ্ক্ষিত ও ন্যাক্কারজনক হামলা আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। আপনাদের এই দুঃসময়ে সরকার আপনাদের পাশে আছে।' সংবাদ মাধ্যমের অফিসে হামলার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, 'দেশের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর এই হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর হামলার শামিল।'
বৃহস্পতিবার রাতেই জানা যায়, মৃত্যু হয়েছে পদ্মাপারের ছাত্রনেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির। হাদি ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন। গত শুক্রবার গুলিবিদ্ধ হন তিনি। পরিস্থিতি বিচারে হাদিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় অন্য দেশেও। তবে শেষরক্ষা হল না। শুক্রবার দেশে ফিরবে হাদির দেহ।
হাদির মৃত্যুর পরেই, নতুন করে জ্বলছে বাংলাদেশ। বৃহস্পতিবার রাত থেকেই ঢাকার রাস্তায় ছড়িয়ে পড়ে বিক্ষোভ। স্লোগান উঠতে থাকে, ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘জাহাঙ্গীরের গদিতে, আগুন জ্বালাও একসাথে’, ‘আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা কব’। ধীরে ধীরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে ঢাকা থেকে দেশের অন্যান্য অংশেও। রাতভর কার্যত বাংলাদেশের বুকে তাণ্ডব চলে। হাসিনা বিরোধী ছাত্রনেতার মৃত্যুর পর, ঢাকার শাহবাগ এলাকা থেকে একদল বিক্ষুব্ধ জনতা গিয়ে আগুন ধরিয়ে দেয় বাংলাদেশের সংবাদ মাধ্যম 'প্রথম আলো'র অফিসে। সংবাদ মাধ্যম 'দ্য ডেলি স্টার'-এর অফিসেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কেবল অগ্নিসংযোগ নয়, চলে ভাঙচুর। বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে শিউরে ওঠা সেসব ছবি।
