আজকাল ওয়েবডেস্ক: শনিবার টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়ার দল ঘোষণা হবে। জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বোর্ড সূত্রে খবর, দুপুর দেড়টায় দল ঘোষণা করা হতে পারে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দল মোটামুটি ঠিক করেই ফেলেছেন নির্বাচকরা। আনুষ্ঠানিক ঘোষণাটাই যা বাকি।
দলটা হতে পারে এরকম: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ–অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, শিবম দুবে, হার্দিক পাণ্ডিয়া, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, সঞ্জু স্যামসন, জিতেশ শর্মা, অর্শদীপ সিং, জসপ্রীত বুমরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী।
রিজার্ভে থাকতে পারেন প্রসিধ কৃষ্ণা, যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিং, শাহবাজ আহমেদ, নীতীশ কুমার রেড্ডি, রিয়ান পরাগ।
ওই সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিশ্বকাপে একেবারে তরতাজা বুমরাকে পাওয়ার জন্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে। এটা প্রায় নিশ্চিত যে বুমরাকে কিউয়িদের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে খেলানো হবে না। তবে টি–টোয়েন্টি সিরিজে খেলানো হলেও হতে পারে। আর সেটা বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখে।
৭ ফেব্রুয়ারি শুরু হবে টি–টোয়েন্টি বিশ্বকাপ। এবার যুগ্ম আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। ফাইনাল হবে ৮ মার্চ। জানা গেছে, শনিবার মুম্বইয়ে বোর্ডের সদর দপ্তরে অজিত আগরকারের নেতৃত্বে নির্বাচক কমিটি দল নির্বাচনী সভায় বসবেন। ওই বৈঠকেই বিশ্বকাপের দল ছাড়াও নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ ও পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের দল ঘোষণা হবে।
ভারত–দক্ষিণ আফ্রিকা টি–টোয়েন্টি সিরিজ শুক্রবারই শেষ হয়ে যাচ্ছে। তাই হেড কোচ গৌতম গম্ভীরও দল নির্বাচনী সভায় উপস্থিত থাকতে পারেন। জানা গেছে, টি–টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব বৈঠকে উপস্থিত থাকবেন।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে জানিয়েছে, ‘শনিবার মুম্বইয়ে বিসিসিআইয়ের সদর দপ্তরে দল নির্বাচনী বৈঠকে বসবে অজিত আগরকারের নেতৃত্বে জাতীয় নির্বাচক কমিটি। টি–টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা ছাড়াও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজের দলও ঘোষণা করা হবে। দল নির্বাচনী বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করবেন অধিনায়ক সূর্যকুমার যাদব ও নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকার।’
এটা ঘটনা, টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে ১১ জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজ রয়েছে ভারতের। যা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।
