আজকাল ওয়েবডেস্ক: ২০ বছরের রিঙ্কু। অভিযোগ তার বিরুদ্ধেই। অভিযোগ ধর্ষণের। কিন্তু ধর্ষণের কারণে পরিবারের সম্মানহানি, সেই ভাবেই আরও ভয়ংকর পরিকল্পনা তরুণীর মায়ের। মা পরিকল্পনা করে খুন করিয়েছে ১৭ বছরের তরুণীকে। গত সপ্তাহে ওই তরুণীকে খুন করা হয়েছে। প্রাথমিক ভাবে পরিবারের অভিযোগ ছিল, ধর্ষণে অভিযুক্ত রিঙ্কু ঘটিয়েছে খুনের ঘটনা। রবিবার পুলিশ জানিয়েছে, ওই মহিলা এবং তার দুই ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।
ঠিক কী ঘটেছে? জানা গিয়েছে, রিঙ্কুর বিরুদ্ধে গাজিয়াবাদ থানায় ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছিল ফেব্রুয়ারি মাসে। সম্প্রতি রিঙ্কু ছাড়া পায় জেল থেকে। অন্যদিকে ১৮ সেপ্টেম্বর, নিজের ভাই এবং মায়ের সঙ্গে মোটরসাইকেলে যাওযার সময় গুলি করে খুন করা হয় তরুণীকে।
প্রাথমিক ভাবে তরুণীর পরিবার অভিযোগ করে, রিঙ্কু জেল থেকে বেরিয়ে আসার পর তার সঙ্গীদের সহযোগিতায় এই খুনের ঘটনা ঘটিয়েছে। পুলিশ রিঙ্কু এবং তার সঙ্গীদের আটকও করে। কিন্তু তদন্তে নেমে গোটা কাহিনী সম্পূর্ন অন্য মোড় নেয়। পরিবারের সম্মানহানি হবে ধর্ষণের ঘটনায়, এই কারণে ওই তরুণীর মা এবং দুই ভাই মিলে তাকে হত্যার পরিকল্পনা করে।
তরুণীর ভাই বিনীত তার মামার সঙ্গে পরিকল্পনা করে গুলি চালায়, যখন তারই অপর এক ভাই এবং মায়ের সঙ্গে বোন অর্থাৎ ওই তরুণী যাচ্ছিল। পুলিশ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে।
