আজকাল ওয়েবডেস্ক: ভালবেসে বিয়ে করেছিলেন এক মহিলা। বাড়ির লোক সেই সম্পর্ক মেনে নেননি। কিন্তু বিয়ের পরেই ঘটল অদ্ভুত কাণ্ড। মেয়েকে শ্বশুর বাড়ি থেকে অপহরণ করে আনলেন বাপের বাড়ির লোক। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের উজ্জ্বয়িনীতে। 

প্রেমিকের সঙ্গে বিয়ের ঘটনায় ক্ষুব্ধ ওই মহিলার পরিবার কেবল ওই যুবককে মারধরই করেনি, বরং তাঁকে নিয়ে যাওয়ার আগে বাড়ি ভাঙচুরও করেছে। গোটা ঘটনাটিই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। 

ঘটনাটি ঘটেছে উজ্জয়িনীর চিমনগঞ্জ থানা এলাকার গিরিরাজ রতন কলোনিতে। এলাকার বাসিন্দা শুভম মালব্য ১১ এপ্রিল একটি মন্দিরে শাজাপুরের কুমকুম পাতিদারকে বিয়ে করেছিলেন। ১৪ এপ্রিল এই দম্পতি থানায় এই বিষয়ে তাঁদের জবানবন্দিও দিয়েছিলেন এবং খুশি মনে বাড়ি ফিরেছিলেন।

কুমকুমের পরিবার এই বিয়েতে রাজি ছিল না। শুভমের জানিয়েছেন, কুমকুমের পরিবার ১৪ এপ্রিল থেকে তাঁকে ফোনে হুমকি দিয়ে আসছিল।

সোমবার সন্ধ্যায়, মেয়েটির পরিবার শুভমের বাড়িতে পৌঁছায়। কথা কাটাকাটি দ্রুত সহিংসতায় রূপ নেয়। শুভমের বাবা, মা, কাকা এবং কাকিমাকে বেল্ট এবং লাঠি দিয়ে পেটানো হয়। বাড়ির গেট ভেঙে মেয়েটিকে জোর করে নিয়ে তারা যায়।

এলাকার সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনাটি ধরা পড়েছে। ভিডিওটি প্রকাশের পর, চিমনগঞ্জ মান্ডি থানা অজ্ঞাত হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং তদন্ত শুরু করেছে। শুভম তাঁর এবং তাঁর স্ত্রীর নিরাপত্তার জন্য তার আশঙ্কা প্রকাশ করেছেন।