আজকাল ওয়েবডেস্ক : পাবলিক জায়গায় ফোনে চার্জ দেওয়া কতটা ঝুঁকিপূর্ণ? পাবলিক চার্জিং পোর্ট ব্যবহার করলে কিছু সমস্যা তৈরি হতে পারে। চার্জিং স্টেশন আর ইউএসবি ডিভাইস সহজেই ফোনের অ্যাক্সেস অপরাধীদের দিয়ে দিতে পারে। ফোনে সফটওয়্যার ইনস্টল করে নিয়ন্ত্রণ হাতিয়ে নিতে পারে। তাই এসব জায়গায় ফোন চার্জ করার জন্য কখনোই সর্বজনীন ইউএসবি পোর্ট ব্যবহার করা উচিত নয়।’
যেসব জায়গায় মানুষ ডিভাইসের নিরাপত্তা নিয়ে চিন্তা করে না, তাড়াহুড়ার মধ্যে থাকে, অপরাধীরা সেসব জায়গায় সুযোগ খোঁজে। যদি নিজের অ্যাডাপ্টর ও কেবল নিয়ে এসো , তবে এমন অসুবিধা থেকে রেহাই পাবে।
যাঁরা ইউএসবি পোর্ট ব্যবহার করে ফোন চার্জ করেন, তাঁদের ফোন থেকে তথ্য বের করার জন্য ইউএসবি পোর্টে তথ্য চুরির ব্যবস্থা থাকতে পারে। একে বলে ‘জুস জ্যাকিং’। যেমন কোনো অপরাধী বাস টার্মিনাল বা রেলস্টেশনে বিনা মূল্যে চার্জিং স্টেশন স্থাপন করতে পারে। যখন মানুষ তাদের ফোন ইউএসবি পোর্টে লাগায়, ফোন চার্জ হয়ে যাবে। তবে একই সঙ্গে ফোনের সংবেদনশীল তথ্যও কপি হয়ে যাবে।
অ্যালার্ম ঘড়ির সঙ্গে থাকা ইউএসবি পোর্টটি চার্জের জন্য খুব সহজ সমাধান মনে হতে পারে। তবে এখানেও তথ্য চুরির সম্ভাবনা থাকে। চার্জ হওয়ার পাশাপাশি ফোন বা ডিভাইস থেকে তথ্য পাচার হতে পারে।
ভাড়ায় চালিত গাড়িতে চড়ে যদি দেখা যায় ফোনে চার্জ নেই, তবে ড্রাইভারকে ফোনটা দিয়ে চার্জ করে দিতে বলা ঠিক হবে না। চার্জ দেওয়ার এই সহজ সমাধান হয়ে উঠতে পারে বিপদের কারণ। তথ্য হাতিয়ে নেওয়ার মতো ম্যালওয়ার এখানে যুক্ত থাকতে পারে। গুরুত্বপূর্ণ তথ্য হাতছাড়া হতে পারে গাড়িতে চার্জ দেওয়ার কারণে।
পরিবারসহ ঘুরতে যাওয়ার সময় যদি হাতের ফোন চার্জের অভাবে বন্ধ হয়ে যায়, তাহলে ঘোরা তো হবে, কিন্তু ছবি তোলা হবে না। এ জন্য বেশ হতাশ লাগতে পারে। পারিবারিক ছুটিতে ফ্রি চার্জিং সুবিধাগুলো সহজ সমাধান মনে হতে পারে। কিন্তু সাবধান! এখানে লুকিয়ে থাকা সিস্টেম তোমার ফোনের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। দেখা যাবে, পরে গোপনে কেউ তোমার ক্যামেরা ও মাইক্রোফোন চালু করে তথ্য চুরি করার চেষ্টা করছে।
