আজকাল ওয়েবডেস্ক: অনেকেই রামায়ণ পড়েছেন কিংবা টিভিতে রামায়ণ দেখেছেন। তখনকার দিনে মেয়েরা নিজেদের স্বামীদের বেছে নিতেন। এজন্য আয়োজন করা হত স্বয়ংবর সভা। সেখানেই উপস্থিত হতেন আমন্ত্রিত ছেলেরা। সেখান থেকে পছন্দ অনুযায়ী কারও গলায় মালা পরিয়ে দেওয়ার রেওয়াজ চালু ছিল। ঠিক সেটাই এবার ঘটল বাস্তবে। প্রাচীনকালের এই রীতি দেখা গিয়েছিল রামায়ণের মূল চরিত্র সীতার ক্ষেত্রেও। সীতাও তার বিয়ের জন্য স্বয়ম্বরের আয়োজন করেছিলেন। এই স্বয়ম্বরের শর্ত ছিল যিনি সামনে রাখা ধনুকটি তুলে নেবেন, সীতা তাঁর গলায় মালা পরিয়ে দেবেন। বহু যুগ আগের কথিত কাহিনি এবার বাস্তবের মাটিতে। কীভাবে?
এখনকারদিনেও পরিবারের ইচ্ছেতে বিয়ে হয়। কখনও ছেলে মেয়েদের নিজের পছন্দ অনুযায়ীও বিয়ে হয়। দম্পতি তাদের বিয়েকে স্মরণীয় করে রাখতে অনেকসময় ইভেন্ট ম্যানেজমেন্ট টিমের সাহায্য নেন। কেউ কেউ তাঁদের গ্র্যান্ড এন্ট্রি করেন আবার কেউ থিম সাজান। এবার ভাইরাল অন্য এক বিয়ের ছবি। এক দম্পতি রাম-সীতার স্বয়ম্বর সভার নকল করেছেন। বিয়ের দিন সামনেই টেবিলে রাখা ধনুক। বলা হয়েছিল, যে তুলবে তাঁকেই বিয়ে করবেন কনে। বরের জন্য রাখা ছিল ধনুক। বর পরিকল্পনামতো ধনুক তুলেছেন কিন্তু খুব স্বাভাবিকভাবেই বরের পরিবারের অনেকেই ধনুক তোলেন। কখনও বরের ভাইকে আবার কখনও বরের মামাকে ধনুক তুলতে দেখা গেছে ভাইরাল হওয়া ভিডিওতে। সেই নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক। অনেকেই বলেছেন, বিয়েটাকে একটা মস্করার পর্যায়ে না নিয়ে যাওয়াই উচিত। অনেকের আবার অভিমত, এ যুগে বসেও বিয়ের এক অন্য মাত্রা পাওয়া গেল। অনেকে অবশ্য এও দাবি করছেন, হিন্দু সংস্কৃতি নষ্ট হচ্ছে এই ভাবে।
