আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশি সন্দেহে মুর্শিদাবাদ জেলার বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর ভিন রাজ্যে হামলার ঘটনার মধ্যেই পরিযায়ী শ্রমিক হিসেবে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে শনিবার দুপুরে  তামিলনাড়ুর নীলগিরি জেলায় মাটিচাপা পড়ে মারা গেলেন মুর্শিদাবাদের সুতি এবং সামশেরগঞ্জ থানা এলাকার তিন পরিযায়ী শ্রমিক। 

মৃত তিন পরিযায়ী শ্রমিকের নাম ওবাইদুর রহমান (২৪) বাড়ি সুতি থানার তালতলা এলাকায়, হাবিল শেখ (৩৯)বাড়ি সামশেরগঞ্জ থানার কাঁকুড়িয়া এলাকায় এবং নাজিবুল হক (৩৩) বাড়ি সুতি থানার শংকরপুর এলাকায়। 

গত প্রায় চার মাস আগে মুর্শিদাবাদ জেলার আরও কয়েকজন পরিযায়ী শ্রমিকের সঙ্গে মৃত তিন ব্যক্তি এক 'লেবার কন্টাকটারের' অধীনে তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিক হিসেবে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন। 

শনিবার দুপুরে ওই পরিযায়ী শ্রমিকেরা যখন  নীলগিরি জেলার অধীনে একটি এলাকায় পাহাড়ের গায়ে একটি বাড়ি নির্মাণের কাজ করছিলেন  সেই সময় হঠাৎ করেই পাহাড়ের একটি বড় অংশ ধসে যায়। এই ঘটনায় মাটি চাপা পড়েন মুর্শিদাবাদের তিন পরিযায়ী শ্রমিক। পরে স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতায় জেসিবি মেশিন এনে মাটি খুঁড়ে ওই তিন পরিযায়ী শ্রমিকের নিথর দেহ উদ্ধার করা হয়। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে  ওই তিন পরিযায়ী শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।  গোটা ঘটনার তদন্ত শুরু করেছে তামিলনাড়ুর আরুবানকাডু  থানার পুলিশ। 

শরিফুল ইসলাম নামের মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিক জানান,"প্রায় চার মাস আগে এক  এক লেবার কন্টাকটারের অধীনে মুর্শিদাবাদ থেকে আমরা ৬-৭ জন তামিলনাড়ুর নীলগিরি এলাকায় এক ব্যক্তির  বাড়ি নির্মাণ করার জন্য এসেছি। গত কয়েকদিন ধরে পাহাড়ের  মাটির অংশ কেটে 'ফাউন্ডেশন' তৈরির কাজ চলছিল।"

https://www.youtube.com/shorts/CLpxSAuRhso
 
ওই ব্যক্তি জানান ,"শনিবার দুপুর আড়াইটে নাগাদ মুর্শিদাবাদের তিনজন এবং তামিলনাড়ুর এক শ্রমিক  মাটি কাটা এবং ফাউন্ডেশন তৈরির কাজ করছিলেন।  সেই সময় হঠাৎ করে পাহাড়ের একটি বড় অংশে ধস নামে এবং মাটির স্তূপের তলায় চাপা পড়ে যান মুর্শিদাবাদে তিন পরিযায়ী শ্রমিক।"
 
তিনি আরও বলেন," ঘটনার খবর পাওয়ার পর আমরা বিভিন্ন এলাকা থেকে  ওই গ্রামে ছুটে যাই। ততক্ষণে স্থানীয় প্রশাসন এবং পুলিশ ওই এলাকায় পৌঁছে গিয়েছিল। তারা জেসিবি মেশিন নিয়ে মাটি খুঁড়ে শ্রমিকদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।  সেখানে চিকিৎসকরা মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন। তামিলনাড়ুর শ্রমিকের কোনও আঘাত লাগেনি। "

ওই ব্যক্তি আরও জানান ,"মৃত ব্যক্তিরা  তামিলনাড়ুর কুন্নুর এলাকায় থাকতো। সেখান থেকেই রোজ  ওদেনেত্তি নামে একটি এলাকায় নিজেদের কর্মস্থলে যেত।" তিনি বলেন," নীলগিরি জেলায় যে 'সাইটে' মুশিদাবাদের শ্রমিকরা কর্মরত ছিল সেখানে তিন দিন আগে প্রচন্ড বৃষ্টি হয়েছে। সম্ভবত সেই কারণেই মাটিতে ধস নেমে থাকবে।"

সুতির তৃণমূল বিধায়ক ইমানি বিশ্বাস বলেন ,"মর্মান্তিক এই দুর্ঘটনার খবর আমরা পেয়েছি। আমাদের দলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামের মাধ্যমে তামিলনাড়ুতে যোগাযোগ করা হচ্ছে। রাজ্য সরকার মৃত শ্রমিকদের দেহ এই রাজ্যে ফিরিয়ে আনার জন্য সমস্ত ব্যবস্থা করবে। তৃণমূল দলের পক্ষ থেকে  মৃত পরিযায়ী শ্রমিকদের পরিবারকে সমস্ত রকম সাহায্য করা হবে। "