আজকাল ওয়েবডেস্ক: এক বিধায়ক পান মশলা খেয়ে থুতু ফেলেন বিধানসভার ভিতরেই! বিষয়টি নজর এড়ায়নি খোদ অধ্যক্ষের। লাল হয়ে যাওয়া দেওয়ালের নোংরা অংশ সাফ করিয়েছেন অধ্যক্ষ। তারপরই কড়া ধমক দিলেন বিধায়কদের। ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য সতর্ক করে দিলেন।

ঘটনাটি উত্তরপ্রদেশ বিধানসভার। মঙ্গলবার সকালেই অধ্যক্ষের কাছে খবর আসে যে, এক বিধায়ক বিধানসভা কক্ষের ভিতর পান মশলা খেয়ে থুতু ফেলেছেন। বিধানসভায় ঢোকার মুখে নিজের চোখে সেই প্রমাণও পান অধ্যক্ষ সতীশ মাহানা। এরপর বিধানসভায় তিনি বিধায়কদের জানান যে, তিনি নিজেই ওই এলাকা সাফ করে এসেছেন। 

সভা শুরুর আগে বিধায়কদের সতর্ক করে অধ্যক্ষকে বলতে শোনা যায় যে, কে এই কাজ করেছেন, তা তিনি একটি ভিডিও-র মাধ্যমে দেখেওছেন। কিন্তু, ওই বিধায়কের নাম ও ভাবমূর্তি খারাপ হবে ভেবে তাঁর নাম তিনি প্রকাশ করছেন না। বিধানসভার বাইরেও বিধায়ক হাসির পাত্র হবেন বলে তাঁর নাম গোপন রাখার সিদ্ধান্ত নেন মাহানা। তবে স্পষ্ট ভাষায় সকলের উদ্দেশে এ ধরনের কাজ থেকে বিরত থাকার সতর্কতা জারি করেন। বলেন, আজ সকালে আমি খবর পাই যে, আমাদেরই এক বিধায়ক বিধানসভার হলের ভিতরে পান মশলার থুতু ফেলেছেন।

স্পিকারের কথায়, "আমি সেই জায়গাটি নিজে পরিষ্কার করে এসেছি। ভিডিও-তে আমি ওই বিধায়ককেও দেখেছি। কিন্তু, আমি চাই না, এ নিয়ে তিনি সকলের কাছে অপদস্থ হন। তাই আমি কারও নাম জানাচ্ছি না। আমি সকল সদস্যের কাছে আবেদন করছি, আপনারা যদি কাউকে এরকম কাজ করতে দেখেন তাহলে আপনারাই তাঁকে বাধা দেবেন। এই বিধানসভাকে পরিচ্ছন্ন রাখা আপনাদের দায়িত্ব ও কর্তব্য। যে এই কাজ করেছেন তিনি যদি আমার কাছে এসে বলেন যে, ঠিক কাজ করেননি। তাহলে ভাল, নয়তো আমাকে তাঁকে ডেকে পাঠাতে হবে বলে সাবধান করেন স্পিকার।"

 

 

?ref_src=twsrc%5Etfw">March 4, 2025