আজকাল ওয়েবডেস্ক: মার্কিন বিদেশ দপ্তর ভারতে সফরের ক্ষেত্রে আমেরিকান নাগরিক এবং কর্মীদের জন্য একটি লেভেল-২ পরামর্শ জারি করেছে। এই সতর্কবার্তায় এ দেশে মার্কিন নাগরিকদের "বর্ধিত সতর্কতা অবলম্বন" করতে বলা হয়েছে। দাবি করা হয়েছে যে, ভারতে সম্প্রতি ধর্ষণ, হিংসা এবং সন্ত্রাসবাদের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। ট্রাম্প প্রশাসন মহিলাদের ভারতে একা ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। এছাড়া, কোনও পর্যটন স্থান এবং অন্যান্য স্থানে অতিরিক্ত সতর্ক থাকতে বলেছে।
১৬ জুন পুনরায় জারি করা এই পরামর্শে উল্লেখ রয়েছে, "অপরাধ এবং সন্ত্রাসবাদের কারণে ভারতে সতর্কতা বৃদ্ধি করা হয়েছে। কিছু এলাকায় ঝুঁকি বেড়েছে। ভারতে হিংসা, অপরাধ এবং সন্ত্রাসবাদের ঘটনা ঘটে। ধর্ষণ ভারতে দ্রুত বেড়ে চলা অপরাধগুলির মধ্যে একটি। যৌন নিপীড়ন-সহ হিংসা অপরাধ পর্যটন স্থান এবং অন্যান্য স্থানে ঘটে। ফলে সতর্ক থাকতে হবে।"
সন্ত্রাসবাদের সতর্কতা, পরামর্শে মার্কিন নাগরিকদের ভারতে পর্যটন স্থান, পরিবহন কেন্দ্র, বাজার বা শপিং মল এবং সরকারি প্রতিষ্ঠানগুলিতে ভ্রমণ এড়াতে বলা হয়েছে। দাবি করে যে- এইসব জায়গায় জঙ্গি হামলার ঝুঁকি রয়েছে।
গত এপ্রিলে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও-তে পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসীবাদীরা গুলি চালিয়ে ২৫ জন পর্যটক-সহ ২৬ জনকে হত্যা করেছিল। সেই ঘটনার প্রায় দুই মাস পর ভারতে মার্কিন ভ্রমণ পরামর্শ আপডেটটি এসেছে। আমেরিকার বিদেশ দপ্তর সতর্ক করে জানিয়েছে যে, "কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর: সন্ত্রাসবাদ এবং নাগরিক অস্থিরতার কারণে (পূর্ব লাদাখ অঞ্চল এবং এর রাজধানী লে ভ্রমণ ব্যতীত) এই অঞ্চলে ভ্রমণ করবেন না।"
ওই পরামর্শে বলা হয়েছে, এতে আরও বলা হয়েছে, "সন্ত্রাসবাদী হামলা এবং হিংসায় নাগরিক অস্থিরতা সম্ভব। এই অঞ্চলে মাঝেমধ্যেই হিংসার ঘটনা ঘটে এবং ভারত ও পাকিস্তানের মধ্যে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর এটি সাধারণ বিষয়। কাশ্মীর উপত্যকার পর্যটন কেন্দ্রগুলিতেও (শ্রীনগর, গুলমার্গ এবং পহেলগাঁও) হিংসা ঘটে। ভারত সরকার বিদেশি পর্যটকদের নিয়ন্ত্রণ রেখা বরাবর কিছু এলাকায় ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে।"
মহিলাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, গ্রামীণ এলাকায় মার্কিন নাগরিকদের জরুরি পরিষেবা প্রদানের ক্ষেত্রে মার্কিন সরকারের সীমিত ক্ষমতা রয়েছে। বলা হয়েছে যে, "স্যাটেলাইট ফোন বা জিপিএস ডিভাইস সঙ্গে থাকা যেহেতু ভারতে আইনত অপরাধ, সেক্ষেত্রে ২ লক্ষ ইউএস ডলার জরিমানা বা তিন বছরের কারাদণ্ড হতে পারে। তাই বিশেষ করে মহিলারা একা কোথাও যাওয়া নিষেধ।"
নকশাল হুমকি সম্পর্কে বিশেষভাবে উল্লেখ করে পরামর্শে উল্লেখ, "মাওবাদী চরমপন্থী গোষ্ঠী, বা নকশালপন্থীরা, ভারতের একটি বিশাল অঞ্চলে সক্রিয় রয়েছে যা পূর্ব মহারাষ্ট্র এবং উত্তর তেলেঙ্গানা থেকে পশ্চিম পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত।" মার্কিন ভ্রমণ পরামর্শে মাওবাদী প্রভাবিত রাজ্যগুলির তালিকায় বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মেঘালয় এবং ওড়িশা অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়াও, ভারতে থাকা মার্কিন নাগরিকদের তাদের ভ্রমণ পরিকল্পনা পর্যালোচনা করার এবং সর্বদা তাদের আশেপাশের পরিবেশ সম্পর্কে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভ্রমণ বিমা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়।
আমেরিকার এই ভ্রমণ পরামর্শের পরই বিষয়টির বিরুদ্ধে মুখর কংগ্রেস। কর্নাটক কংগ্রেসের এক্স পোস্টে লেখা হয়েছে. "মার্কিন ভ্রমণ পরামর্শ ভারতকে হতবাক করেছে! ২০২৫ সালের জুনের আপডেটে ধর্ষণ, হিংসা এবং সন্ত্রাসবাদের ঝুঁকি বৃদ্ধির কারণে ভারতে নারীদের একা ভ্রমণ না করার জন্য সতর্ক করা হয়েছে। এটি কি প্রধানমন্ত্রীর "নিরাপদ ভারত" আখ্যানের পতন? মোদি এবং বিজেরি-এর জন্য একটি বিশ্বব্যাপী লজ্জা।"
