আজকাল ওয়েবডেস্ক : সাধারণ ভারতীয়রা যেখানে টাকা রেখে ভাল সুদ পান তার নাম ফিক্সড ডিপোজিট। দেশের বিভিন্ন ব্যাঙ্ক নিজের হিসাবমত সুদ দেয় ফিক্সড ডিপোজিটে। কোথাও সুদের হার বেশি আবার কোথাও সুদের হার থাকে বেশ কম।
দেশের সেরা ব্যাঙ্ক তালিকায় রয়েছে এসবিআই এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। এই দুটি ব্যাঙ্ক তার গ্রাহকদের জন্য ভালো সুদ দিয়েছে ফিক্সড ডিপোজিটে। এই দুটি ব্যাঙ্ক থেকে আপনি পেতে পারেন ভালো সুদ।
এসবিআই সাধারণ নাগরিকদের জন্য ১ বছরের জন্য ৬. ৮% হারে সুদ দিচ্ছে। অন্যদিকে সিনিয়র সিটিজেন হলে আপনি পাবেন ১ বছরের জন্য ৭. ৩% হারে সুদ।
অন্যদিকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সাধারণ নাগরিক পাবেন ১ বছরের জন্য পাবেন ৬. ৮% সুদ। আর আপনি যদি সিনিয়র সিটিজেন হন তবে পাবেন ৭. ৩% হারে সুদ।
তাহলে দেখা যাচ্ছে দেশের এই দুটি ব্যাঙ্ক যে সুদের হার ফিক্সড ডিপোজিট দিচ্ছে তা প্রায় সমান। এখানে বিনিয়োগ করে আপনি পেতে পারেন ভালো লাভ। মাত্র এক বছরের মধ্যে আপনি পেয়ে যাবেন ভালো রিটার্ন।
