আজকাল ওয়েবডেস্ক: সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন, আর শুরুতেই রাজনৈতিক উত্তেজনার পারদ চড়েছে প্রবলভাবে। বিরোধীরা একাধিক জ্বলন্ত ইস্যুতে সরকারকে কোণঠাসা করার প্রস্তুতি নিয়ে অধিবেশনে হাজির হয়েছে। আলোচনার কেন্দ্রে রয়েছে মার্কিন প্রেসিডেন্টের পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি 'মধ্যস্থতা'-র দাবি, বিহারে ভোটার তালিকা সংশোধন (SIR), এবং এপ্রিলের পহেলগাঁও হামলার তথাকথিত 'ত্রুটি'। এছাড়াও এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনা ও ন্যায়ব্যবস্থার দুর্নীতি সংক্রান্ত ইস্যুতে আলোচনা তুঙ্গে উঠতে চলেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অধিবেশনের শুরুতেই সাংবাদিকদের সামনে বক্তব্য রাখেন এবং সরকারের অগ্রাধিকার ও কার্যসূচির রূপরেখা পেশ করেন। এটি পহেলগাঁও হামলা ও ‘অপারেশন সিঁদুর’-এর পর প্রথম সংসদ অধিবেশন। এমনকি অল-পার্টি বৈঠকের আগাম সুরেই বোঝা গেছে, বিরোধীরা ট্রাম্পের মন্তব্য, পহেলগাঁও হামলার নিরাপত্তাজনিত গাফিলতি এবং বিহারের বিশেষ ভোটার তালিকা সংশোধন নিয়ে প্রধানমন্ত্রী মোদীর সরাসরি জবাব দাবি করবে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ২১ দিনের অধিবেশনে মোট ১৭টি বিল পেশ করা হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হল: মনিপুর GST বিল, কর আইনের সংশোধনী বিল, জন বিশ্বাস সংশোধনী বিল, ভূ-ঐতিহ্য সাইট সংরক্ষণ বিল এবং জাতীয় অ্যান্টি-ডোপিং সংশোধনী বিল। অন্যদিকে, রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস দল জম্মু ও কাশ্মীরের রাজ্য মর্যাদা পুনর্বহালের দাবি জানিয়ে নতুন বিল উত্থাপনের প্রস্তুতি নিচ্ছে। যদিও সরকারের তরফে তাতে সাড়া পাওয়া যাচ্ছে না বলে সূত্রের খবর।
আরও একটি ইস্যুতে বিরোধীরা আক্রমণের তোড় জোরালো করবে বলে জানা গেছে — আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনা, যাতে ২৬০ জনের মৃত্যু হয়েছে। মার্কিন তদন্তে পাইলটদের দোষারোপ করা হলেও বিরোধীদের দাবি, সরকারের উচিৎ পূর্ণাঙ্গ তদন্ত ও দায়িত্ব নির্ধারণ করে সংসদে জবাবদিহি করা। তবে প্রধানমন্ত্রী মোদী এই সব ইস্যুতে সরাসরি কিছু বলবেন না বলেই সূত্রের খবর। এই সপ্তাহেই তিনি তিন দিনের ইউকে সফরে যাচ্ছেন একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরের উদ্দেশ্যে। পরে তিনি মলদ্বীপেও যাবেন।
সরকারের তরফে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, ‘অপারেশন সিঁদুর’-সহ সব ইস্যুতেই সরকার আলোচনায় প্রস্তুত, তবে ট্রাম্পের মন্তব্য নিয়ে নির্দিষ্ট কিছু বলেননি তিনি। সরকারের প্রতিক্রিয়া মূলত সীমান্ত উত্তেজনার সময় সরকারের ‘সাফল্য’ এবং বিদেশ সফরে সর্বদলীয় প্রতিনিধি দলের ভূমিকা তুলে ধরার দিকেই ঝুঁকবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, বিচারপতি যশবন্ত বর্মার বাড়ি থেকে নগদ অর্থ উদ্ধারের ঘটনায় বিরোধী-সরকার উভয় পক্ষই অভিন্ন সুরে তাঁর অভিশংসনের জন্য প্রস্তুতি নিচ্ছে। রিজিজু জানিয়েছেন, ইতিমধ্যেই ১০০ জন সাংসদের স্বাক্ষর নেওয়া হয়ে গেছে।
রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখর সংসদে রাজনীতির আহ্বান জানিয়ে বলেন, “ভিন্নমত থাকতে পারে, বিতর্কও হোক, কিন্তু মন থেকে তিক্ততা দূর করতে হবে।” এই বাদল অধিবেশন চলবে ২১ আগস্ট পর্যন্ত — মোট ৩২ দিনে ২১টি বৈঠক অনুষ্ঠিত হবে। দেশে-বিদেশে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে এই অধিবেশন ভারতীয় গণতন্ত্রের জন্য এক গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়ে উঠতে চলেছে।
