আজকাল ওয়েবডেস্ক: দিল্লির কাছে মর্মান্তিক দুর্ঘটনা। ১১ জন শিশুকে নিয়ে যাচ্ছিল এসইউভি। ধাক্কা ট্রাকের সঙ্গে। নিহত চালক, ২শিশু। দুর্ঘটনা ঘটেছে গাজিয়াবাদের কাছে, মিরাট এক্সপ্রেসওয়েতে। শনিবার ঘটা এই দুর্ঘটনার মুহূর্ত ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। ঠিক কী ঘটেছিল? দেখা গিয়েছে এসইউভিটি প্রথমে রাস্তার ডানদিকে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা মারে, বারকয়েক ঘোরার পর উল্টোদিক থেকে আসা অপর এক ট্রাকের সঙ্গে ধাক্কা হয় গাড়িটির। দিল্লিগামী ওই গাড়িতে ১১ জন শিশু ছিল। প্রত্যেকের বয়স ১০ থেকে ১২ বছরের মধ্যে। তারা জামিয়াতে একটি পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছিল।
স্থানীয়রা তৎক্ষণাৎ সকলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। চালক আনস এবং উমেশ ও আজম নামের দুই শিশুর মৃত্যু হয়েছে দুর্ঘটনায়।
স্থানীয়রা তৎক্ষণাৎ সকলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। চালক আনস এবং উমেশ ও আজম নামের দুই শিশুর মৃত্যু হয়েছে দুর্ঘটনায়।
