আজকাল ওয়েবডেস্ক: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় তোলপাড় গোটা দেশ। ইতিমধ্যেই তদন্তভার তুলে দেওয়া হয়েছে সিবিআইয়ের হাতে। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে দেশের সর্বোচ্চ আদালত। মঙ্গলবার সকালেই সেই মামলার শুনানি হবে।
দিল্লি পৌঁছে গিয়েছেন মামলার আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। জানা গিয়েছে, শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পর্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে শুনানি হবে এই মামলার। আরজি করের ঘটনায় দেশের সর্বোচ্চ আদালতে কোনও মামলা দায়ের না হলেও চিকিৎসকরা শীর্ষ আদালতকে অনুরোধ করেন সুয়োমোটো মামলা নেওয়ার জন্য।
দেশজুড়ে বেশ কয়েকজন চিকিৎসক চিঠিও লেখেন। এরপরই গত ১৮ আগস্ট স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে সুপ্রিম কোর্ট। আজ সেই মামলার শুনানি। অন্যদিকে, এই ঘটনায় তদন্ত চালাচ্ছে সিবিআই। অভিযুক্ত সঞ্জয় রায়ের পাশাপাশি আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও দফায় দফায় জেরা করছেন আধিকারিকরা।
