আজকাল ওয়েবডেস্ক: জনতা দল (সেকুলার)-র এক পুরুষ কর্মীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার হলেন প্রজ্বল রেভান্নার ভাই সূরজ রেভান্না। শনিবার হাসান জেলায় হোলেনারাসিপুরা পুলিশ স্টেশনে সূরজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি। গত ১৬ জুন ফার্ম হাউসে ডেকে সূরজ যৌন হেনস্থা করেন বলে অভিযোগ জানিয়েছেন তিনি। তার ভিত্তিতে রবিবার জনতা দল (সেকুলার)-র নেতাকে গ্রেপ্তার করা হল।
উল্লেখ্য, লোকসভা নির্বাচন চলাকালীন জেডিএস নেতা তথা প্রাক্তন সাংসদ প্রজ্বল রেভান্নার বিরুদ্ধে ধর্ষণ ও যৌন হেনস্থার অভিযোগ তোলেন একাধিক মহিলা। তখন তাঁকেও গ্রেপ্তার করে পুলিশ। এবার সূরজের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারির আশঙ্কায় শনিবারই সূরজ ও তাঁর সহকারী শিবকুমার পুলিশে অভিযোগ জানিয়েছিলেন। কয়েকজন সূরজকে মিথ্যা যৌন হেনস্থার মামলায় ফাঁসানোর ষড়যন্ত্র করে ৫ কোটি দাবি করেছেন বলে থানায় জানিয়েছেন শিবকুমার। যদিও এর কয়েক ঘণ্টার মধ্যেই যৌন হেনস্থার অভিযোগ পেয়ে সূরজকে গ্রেপ্তার করল পুলিশ।