আজকাল ওয়েবডেস্ক: 'অযোগ্য' অপবাদ শুনে সুপার কাপের আগে ইস্টবেঙ্গল শিবির ছেড়ে চলে এসেছিলেন। সেই সন্দীপ নন্দী অনূর্ধ্ব ২৩ জাতীয় দলের গোলকিপার কোচ হিসেবে যোগ দিলেন। সামনেই দুটো প্রীতি ম্যাচ অনূর্ধ্ব ২৩ জাতীয় দলের। নৌশাদ মুসার দল ফিফা উইন্ডোতে খেলবে থাইল্যান্ডের বিরুদ্ধে। একটি ম্যাচ ১৫ তারিখ। অপরটি ১৮-তে। কলকাতায় শুরু হয়েছে প্রস্তুতি শিবির। নৌশাদ মুসার দলের গোলকিপিং কোচ হিসেবে যোগ দিলেন বহু যুদ্ধের সৈনিক সন্দীপ।
এবার মরশুমের শুরুতেই সন্দীপকে গোলকিপিং কোচ হিসেবে নিয়োগ করেছিল ইস্টবেঙ্গল। কিন্তু তাঁর চলার পথ মোটেও পাপড়িবিছানো ছিল না। বরং তা ছিল কাঁটাবিছানো। প্রথম দিন থেকেই তাঁকে সন্দেহের চোখে দেখতেন স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোঁ। আইএফএ শিল্ড ফাইনালে পেনাল্টি শুট আউটের আগে দেবজিৎ মজুমদারকে নামানো নিয়ে 'ভিসুভিয়াস' জ্বলে ওঠে ইস্টবেঙ্গলে।
সুপার কাপ খেলতে গোয়ায় পৌঁছনোর পরে লাল-হলুদ হেড কোচ অস্কার ব্রজোঁর সঙ্গে সংঘাত চরমে ওঠে। বিমানবন্দরেই স্প্যানিশ কোচ বঙ্গতনয়কে 'অযোগ্য' বলে অসম্মান করেন। সবার সামনে অপমান করতে থাকেন সন্দীপকে। শেষমেশ ধৈর্যের বাঁধ ভাঙে দেশের অন্যতম সেরা গোলকিপারের। অসম্মানিত সন্দীপ ইস্টবেঙ্গল শিবির ছেড়ে চলে আসেন কলকাতায়।
গত মাসে একপ্রকার মানসিক ঝড় বয়ে গিয়েছে সন্দীপের মনে। ক্লাবের স্বার্থে তিনি মৌনব্রত নিয়েছেন। এবার অনূর্ধ্ব ২৩ জাতীয় দলের গোলকিপার কোচের দায়িত্ব নিলেন সন্দীপ। নিজের ফুটবলজীবন থেকে শেখা অভিজ্ঞতা তিনি ছড়িয়ে দেবেন দেশের তরুণ ফুটবলারদের মধ্যে। সেই স্বপ্ন নিয়েই তিনি এগিয়ে চলেছেন।
