আজকাল ওয়েবডেস্ক: টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেস (টিসএস) এর শিক্ষার্থীরা এবং নাগরিক সমাজের সদস্যরা, যারা ‘কলেক্টিভ মুম্বাই’ নামে একটি গোষ্ঠীর অন্তর্ভুক্ত, বুধবার সন্ধ্যায় মুম্বাই ক্যাম্পাসের বাইরে প্রতিবাদ করার সময় তাঁদের পুলিশ আটক করে। এই প্রতিবাদটি ইনস্টিটিউটের "ছাত্র-বিরোধী" নীতির বিরুদ্ধে এবং টিসএসের পিএইচডি ছাত্র ও ছাত্র ফেডারেশন অফ ইন্ডিয়া (এসএফআই)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য রামদাস প্রিনি শিবানন্দনের প্রতি সংহতি প্রকাশ করার উদ্দেশ্যে ছিল।
গত বছর শিবানন্দনকে টিসএস কর্তৃপক্ষ সাময়িকভাবে বরখাস্ত করেছিল, কারণ তিনি দিল্লিতে একটি ছাত্র-নেতৃত্বাধীন প্রতিবাদে অংশ নিয়েছিলেন। টিসএস কর্তৃপক্ষ ছাত্রদের প্রতিবাদে অংশগ্রহণ না করার বিষয়ে সতর্ক করে। যদিও প্রতিবাদকারীদের পরে মুক্তি দেওয়া হয়।
শিবান্দনকে বিজেপি-নেতৃত্বাধীন সরকারের জাতীয় শিক্ষা নীতির (এনইপি) সমালোচনার কারণে রাজনৈতিক কার্যকলাপের সাথে যুক্ত থাকার অভিযোগে ইনস্টিটিউট কর্তৃপক্ষ "রাষ্ট্রবিরোধী" বলে আখ্যা দিয়েছিল এবং তদন্তকারী সংস্থাগুলিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছিল।
কলেক্টিভ মুম্বাই-এর প্রতিনিধিরা জানায়, তাঁরা এই প্রতিবাদটি সংগঠিত করেছিল ক্যাম্পাসের ভেতরে বাকস্বাধীনতা এবং গণতান্ত্রিক পরিসর রক্ষার জন্য।
