আজকাল ওয়েবডেস্ক: সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করার ঠিক এক বছর পরে ইসরোর নয়া মিশনের জন্য অনুমোদন দিল কেন্দ্র। জানা গিয়েছে, চাঁদে গিয়ে চন্দ্রযান ৩ যে নমুনা সংগ্রহ করেছিল তা ফিরিয়ে আনার জন্য চাঁদে চন্দ্রযান ৪ পাঠানো হবে। আগামী তিন বছরের মধ্যেই এই মিশন বাস্তবায়িত করতে চলেছে ইসরো। জানা গিয়েছে, এর জন্য কেন্দ্রীয় সরকার মোট ২১০৪ কোটি টাকা অনুমোদন করেছে। মিশনের জন্য ইসরো একটি মহাকাশযান তৈরি করবে এবং তার পাশাপাশি LVM3-এর দুটি লঞ্চ ভেহিকল মিশন, মহাকাশ নেটওয়ার্ক সমর্থনের পাশাপাশি নকশা যাচাইকরণের জন্য বিশেষ পরীক্ষাগুলি করা হবে চন্দ্রযান চারের মাধ্যমে।
শেষে চন্দ্রপৃষ্ঠে অবতরণ এবং নিরাপদে ফিরে আসার মিশন সফল করাই লক্ষ্য ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেলে একটি পোস্টে লিখেছেন, 'কেন্দ্রীয় মন্ত্রিসভা চন্দ্রযান-৪ মিশনের জন্য অনুমোদন দিয়েছে। মহাকাশ প্রযুক্তিতে ভারতকে আরও স্বনির্ভর করে তোলা, উদ্ভাবন বাড়ানো এবং অ্যাকাডেমিয়াকে সমর্থন করা সহ এর একাধিক সুবিধা থাকবে। মহাকাশ খাতের জন্য দুর্দান্ত খবর! কেন্দ্রীয় মন্ত্রিসভা গগনযান কর্মসূচিকে সম্প্রসারিত করে ভারতের নিজস্ব স্পেস স্টেশনের দিকে প্রথম পদক্ষেপ অনুমোদন করেছে! এই যুগান্তকারী সিদ্ধান্ত আমাদের ২০৩৫ সালের মধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ স্পেস স্টেশন গড়তে সাহায্য করবে'।
