আজকাল ওয়েবডেস্ক: টেকেনি আগের দু'বারের বিয়ে। তৃতীয়বার বিয়ে করে নতুন করে সংসার করতে চেয়ছিল সে। তৃতীয় বিয়েও টিকল না সাতদিন। বিয়ের এক সপ্তাহ পরেই তৃতীয় স্ত্রীকে পিটিয়ে খুন করল ৪৪ বছরের এক যুবক। ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার তৃতীয় স্ত্রীয়ের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বারাণসীর আমৌলি গ্রামে। পুলিশ জানিয়েছে, ২৬ বছরের আরতি পাল জৌনপুরের বাসিন্দা ছিলেন। ৯ মে রাজু পালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। এরপর আমৌলি গ্রামে এসে থাকতে শুরু করেন। বিয়ের কদিন পরেই দাম্পত্য কলহ শুরু হয়। বৃহস্পতিবার রাতে রাজুর সঙ্গে তুমুল ঝামেলা হয় আরতির।
স্থানীয়রা জানিয়েছেন, আরতি ও রাজুর ঝামেলা তাঁরা টের পেয়েছিলেন। ঝগড়া-অশান্তির মধ্যে হঠাৎ আরতির চিৎকারের শব্দ শুনতে পান। তখনই স্থানীয়রা ছুটে যান। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছে আরতিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যায় তারা। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তে জানা গেছে, শারীরিক নির্যাতনের কারণেই মৃত্যু হয়েছে তাঁর।
তরুণীর মৃত্যুর পর রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এর আগে দু'বার বিয়ে করেছিল রাজু। প্রথম ও দ্বিতীয় স্ত্রীর সঙ্গেও তুমুল অশান্তি করত সে। একটিও বিয়ে তাই টেকেনি। এবার তৃতীয় স্ত্রীকে বিয়ের এক সপ্তাহ পরেই পিটিয়ে মারল।