আজকাল ওয়েবডেস্ক: দীপাবলি পালন হয়েছে দেশজুড়ে। তার মধ্যেই ভয়ংকর কান্ড ঘটল উত্তর দিল্লিতে। মদ্যপান করে ফিরেছিলেন স্বামী, সেই অভিযোগে স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী। শেষপর্যন্ত গুরুতর আহত অবস্থায় স্বামীকে ভর্তি করা হয় হাসপাতালে। 

 

 

 

জানা গিয়েছে, ওই দম্পতি সম্প্রতি বিহার থেকে এসেছিলেন দিল্লিতে। এই ঘটনায় মামলা দায়ের হয়েছে পুলিশে। দিল্লি পুলিশ জানিয়েছে, ওই দম্পতির দুজনেরই এটি ছিল তৃতীয় বিয়ে। ওই ব্যক্তি শক্তিনগর এলাকার একটি গেস্ট হাউসে কাজ করতেন। গত ৩১ অক্টোবর, রাতে নেশাগ্রস্ত হয়ে বাড়ি ফেরেন তিনি। স্ত্রী দরজা খুলে স্বামীকে মদপ্য অবস্থায় দেখে তুলকালাম বাঁধান। শেষমেষ রাগ করে চলে যান বাড়ি ছেড়ে। কিন্তু কিছুক্ষণ পরেই ফিরে আসেন তিনি। এরপর কথা কাটাকাটি চলতে গিয়ে তিনি ধারালো অস্ত্র দিয়ে স্বামীর গোপনাঙ্গে কোপ বসান। একাধিক কোপ পড়ে গোপনাঙ্গে। স্বামীর চিৎকারে আশপাশের লোক দৌড়ে আসেন। খবর দেওয়া হয় পুলিশে। 

 

 

 

তড়িঘড়ি পুলিশ আসে ঘটনাস্থলে। গুরুতর আহত ওই ব্যক্তিকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরিস্থিতি বিবেচনা করে তাঁকে রেফার করে দেওয়া হয় সফদারজং হাসপাতালে। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর আঘাতগুলি গুরুতর হলেও প্রাণঘাতী নয়। তবে সম্পূর্ণ সেরে উঠতে সময় লাগবে। 

 

 

 

পুলিশ আহত ওই ব্যক্তির বয়ান রেকর্ড করেছে। জিজ্ঞাসাবাদ করেছে আশপাশের লোকেদেরও। তবে আরও বিস্তারিতভাবে জানাতে ওই ব্যক্তির স্থিতিশীল অবস্থা পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় মামলা রুজু হয়েছে। অভিযুক্ত ওই মহিলা পলাতক বলে জানা গিয়েছে। তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে।