আজকাল ওয়েবডেস্ক: মমতা ব্যানার্জির কবিতার বই পড়ে মুগ্ধ বিজেপির বিক্ষুব্ধ নেতা সুব্রহ্মণ্যম স্বামী। নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রীর লেখা কবিতা বিতানের প্রশংসা করেছেন তিনি। সুব্রহ্মণ্যম স্বামী এক্স হ্যান্ডলে লিখেছেন, "২০২৩ সালের মাঝামাঝি সময়ে আমায় নিজের লেখা ৮৯৬ পাতার কবিতার বই কবিতাবিতান উপহার দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমি খুব ভাল ভাবে বইটির প্রথম পাতা থেকে পড়েছি। আজ আমি ৪৪৫ পাতার গার্জেন কবিতাটি পড়লাম এবং বাস্তব নিয়ে তাঁর কাব্যিক বোধ দেখে মুগ্ধ হলাম।"