শুক্রবার সকাল সকাল টলিউডে খুশির হাওয়া! সাতপাকে বাঁধা পড়লেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। না, শহর বা দেশের মাটিতে নয়। আটপৌরে লাল বেনারসি পরে গাঁটছড়া বাঁধেননি তিনি। বরং বিদেশের মাটিতেই মনের মানুষের সঙ্গে বৈবাহিক সম্পর্কে বাঁধা পড়লেন।
2
5
কাকে বিয়ে করলেন তনুশ্রী? জানা গিয়েছে, অভিনেত্রীর বরের নাম সুজিত বসু। পাত্র পেশায় আইটি প্রফেশনাল। থাকেন আটলান্টায়।
3
5
এদিন লাস ভেগাসে বিয়ে করলেন তনুশ্রী চক্রবর্তী এবং সুজিত বসু। হিরের আংটি দিয়ে অভিনেত্রীকে বিয়ের প্রস্তাব দেন সুজিত। হানিমুনের জন্য ফ্লোরিডায় উড়ে যাবেন তাঁরা। বেটার হাফের জন্য এই ট্রিপ প্ল্যান করেছেন অভিনেত্রী।
4
5
তিনদিন আগেই অভিনেত্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে জানান তিনি লাস ভেগাসে উড়ে যাচ্ছেন। কিন্তু তার নেপথ্যে যে এমন কারণ রয়েছে সেটা ঘুণাক্ষরেও টের পেতে দেননি।
5
5
প্রসঙ্গত, অভিনেত্রীকে শেষবার ডিপ ফ্রিজ ছবিতে দেখা গিয়েছে। আবির চট্টোপাধ্যায় রয়েছেন তাঁর সঙ্গে এই ছবিতে। সেই ছবির সাফল্যের মধ্যেই এল এই সুখবর। জানা গিয়েছে সুজিতের সঙ্গে এক বন্ধুর মাধ্যমে আলাপ অভিনেত্রীর। মাত্র পাঁচ মাসের আলাপেই তাঁরা জীবনের নতুন অধ্যায় শুরু করলেন।