শ্রীলঙ্কা উপকূলে সৃষ্ট গভীর নিম্নচাপ থেকে জন্ম নেওয়া ঘূর্ণিঝড় ‘দিতওয়াহ’ এবার উত্তর তামিলনাড়ু, পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে এগোচ্ছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দফতর (IMD)। আপাতত এটি ঘূর্ণিঝড় হিসেবেই বিবেচিত হচ্ছে; নিকট ভবিষ্যতে ‘তীব্র ঘূর্ণিঝড়ে’ পরিণত হওয়ার পূর্বাভাস দেওয়া হয়নি।
2
14
ঘূর্ণিঝড়ের মূল কেন্দ্রের কাছাকাছি ঘণ্টায় ৬০–৮০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে, যার ঝোড়ো গতিবেগ ৯০ কিলোমিটার পর্যন্ত পৌঁছনোর সম্ভাবনা। বাইরের বৃত্তে ৩৫–৪৫ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে, ঝোড়ো হাওয়া সর্বোচ্চ ৫৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।
3
14
একই সময়ে আরব সাগরের কেরল, লক্ষদ্বীপ ও মালদ্বীপ সংলগ্ন এলাকাতেও অনুরূপ বায়ুপ্রবাহের সম্ভাবনা রয়েছে। পরবর্তী পাঁচ দিন বঙ্গোপসাগরের বিস্তীর্ণ অংশে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
4
14
তামিলনাড়ুর থানজাভুর, তিরুভারুর, নাগাপট্টিনম এবং ময়িলাদুথুরাই—এই চার জেলায় জারি হয়েছে রেড অ্যালার্ট। আগামী ২৪ ঘণ্টায় ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি চেন্নাই, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম, রনিপেট ও চেঙ্গলপট্টু—এই পাঁচ জেলায় জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট।
5
14
ঘূর্ণিঝড়ের প্রভাব মোকাবিলায় প্রস্তুতি পর্যালোচনা করতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন রাজ্যের দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন। ২৯ ও ৩০ নভেম্বরের পূর্বাভাস মাথায় রেখে সংশ্লিষ্ট সমস্ত দফতরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি।
6
14
গত ২৪ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন অংশে বিচ্ছিন্ন বৃষ্টিপাত হয়েছে; থানগাচিমাদমে ৩ সেন্টিমিটার বৃষ্টি রেকর্ড হলেও পুদুচেরি ও কারাইকালে আবহাওয়া ছিল প্রায় শুষ্ক।
7
14
ঘূর্ণিঝড় ‘দিতওয়াহ’ নামটি প্রস্তাব করেছে ইয়েমেন। মনে করা হয়, ইয়েমেনের সোকোত্রা দ্বীপের বিখ্যাত ডিটওয়া লেগুনের নাম থেকেই এই নামকরণ।
8
14
অন্ধ্রপ্রদেশের দুর্যোগ দপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলে অবস্থানকারী নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এবং উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।
9
14
দক্ষিণ উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ও রায়লসীমার একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। ২৯ নভেম্বর সন্ধ্যা থেকে ৩০ নভেম্বর সকাল পর্যন্ত ঘূর্ণিঝড়টি উত্তর তামিলনাড়ু–পুদুচেরি–দক্ষিণ অন্ধ্র উপকূলে পৌঁছতে পারে।
10
14
চিত্তূর, তিরুপতি, নেল্লোর, প্রকাশম, ওয়াইএসআর কড়পা, আনামাইয়া ও শ্রী সত্য সাই জেলায় পরপর দুই দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।
11
14
পুদুচেরিতে ২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। প্রশাসন বাসিন্দাদের অপ্রয়োজনে বাইরে না বেরোনোর অনুরোধ জানিয়েছে। ঝোড়ো হাওয়ার সময় গাছের নীচে, ল্যাম্পপোস্টের কাছে বা দুর্বল কাঠামোর ঘরে আশ্রয় না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শিশুদের খোলা জায়গায় যেতে নিষেধ করা হয়েছে।
12
14
জরুরি সহায়তার জন্য ১০৭৭, ১০৭০, ১১২ নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপে ৯৪৮৮৯ ৮১০৭০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
13
14
এদিকে শ্রীলঙ্কায় পরিস্থিতি আরও ভয়াবহ। টানা তিন দিনের ভারী বর্ষণে সেখানে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। মৃত্যু হয়েছে অন্তত ৪৭ জনের। সব স্কুল ও সরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে, সাতটি জেলায় জারি রেড অ্যালার্ট। উদ্ধারকাজে নেমেছে বিমান বাহিনী।
14
14
রেল পরিষেবা ব্যাহত হয়েছে, আর খারাপ আবহাওয়ার কারণে শ্রীলঙ্কামুখী উড়ান কোচি বা তিরুবনন্তপুরমে ঘুরিয়ে দেওয়া হতে পারে। শ্রীলঙ্কার ভয়াবহ এই প্লাবনের মূল কারণই হল সেই গভীর নিম্নচাপ, যা পরে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় দিতওয়াহ রূপ নেয়।