আজকাল ওয়েবডেস্ক: পথ দুর্ঘটনায় এক নাবালকের মৃত্যু ঘিরে রণক্ষেত্র এলাকা। চলল টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ। ঘটনাস্থলে পুলিশ এলে পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনা মালদহের ইংলিশ বাজার থানার কোতুয়ালির আরাপুর এলাকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাসের শেল ফাটাতে হয়।
সেই ঘটনার পর শুক্রবার সকাল থেকে আরাপুর এলাকা থমথমে রয়েছে। পথ দুর্ঘটনায় মৃত নাবালকের দেহ ময়না তদন্ত করার পর আজ দেহ পৌঁছাবে বাড়িতে।

জানা গিয়েছে, গত বুধবার একটি মারুতি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আরাপুর এলাকায় একটি গৃহস্থের বাড়িতে ঢুকে যায়। সেখানে দীপ পোদ্দার নামে ছয় বছরের এক শিশু আহত হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এরপরই রাগে ফেটে পড়েন এলাকাবাসীরা।
প্রতিবাদে গ্রামবাসীরা টায়ার জ্বালিয়ে মালদা রতুয়া রাজ্য সড়কে রাস্তা অবরোধ করেন। ঘটনাস্থলে পুলিশ গেলে পরিস্থিতি আরও খারাপ হয়। পুলিশের গাড়ি ভাঙচুর এবং উল্টে দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনায় বেশ কয়েকজন পুলিশ এবং সিভিক ভলান্টিয়ার আহত হয়। এরপরই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ এবং কাদানে গ্যাসের শেল ফাটায়।
