ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’-এর রেশ কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে আবারও নতুন নিম্নচাপের সৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার তৈরি হওয়া এই নিম্নচাপটি বৃহস্পতিবারের মধ্যে ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হতে পারে।
2
12
যদিও এই ব্যবস্থার সরাসরি কোনও প্রভাব পশ্চিমবঙ্গের উপর পড়ার সম্ভাবনা নেই, দক্ষিণ ভারতের উপকূলবর্তী রাজ্যগুলিতে আগামী কয়েক দিন ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও জারি হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা।
3
12
মৌসম ভবন জানিয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বর্ষণের সম্ভাবনা অত্যন্ত প্রবল। বিশেষ করে নিকোবর অঞ্চলের জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা।
4
12
সেখানে ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে আশঙ্কা। সমুদ্র উত্তাল থাকতে পারে বলে সেখানকার মৎস্যজীবীদের আগামী কয়েক দিন সমুদ্রে না যাওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। দ্বীপপুঞ্জের বিভিন্ন এলাকায় জলজমা, নদী-খালের জলস্তর বৃদ্ধি এবং স্থানীয় যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া দফতর।
5
12
অন্যদিকে, বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গে তেমন কোনও বিরূপ আবহাওয়ার সম্ভাবনা নেই। আপাতত রাজ্যের উত্তর থেকে দক্ষিণ—সব অঞ্চলেই শুষ্কই থাকবে আকাশ। সকাল-সন্ধ্যার সময় হালকা ঠান্ডার অনুভূতি বজায় থাকবে।
6
12
চলতি বছরের নভেম্বরের শুরু থেকেই রাজ্যজুড়ে শীতের আমেজ দেখা দিয়েছে। নভেম্বরের শেষ সপ্তাহে কলকাতার পারদ নেমে পৌঁছে গিয়েছে ১৬ ডিগ্রির ঘরে। দার্জিলিঙেও তাপমাত্রা নেমে গিয়ে ছুঁয়েছে ৫ ডিগ্রি, ফলে পাহাড়ে বেশ জোরালোভাবে দেখা দিয়েছে শীতের ছোঁয়া।
7
12
শুক্রবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নথিভুক্ত হয়েছে ১৯ ডিগ্রি—যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি কম। অপরদিকে, বহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ২.৫ ডিগ্রি কম।
8
12
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের রাতের তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে পরবর্তী তিন দিনে তাপমাত্রা হঠাৎই ২ থেকে ৩ ডিগ্রি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এর ফলে সপ্তাহান্তে শীতের দাপট কিছুটা কমে গিয়ে পারদ ফের চড়ে উঠতে পারে।
9
12
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টি না হলেও, শুষ্ক আবহাওয়া এবং সকালের দিকে কুয়াশা বেড়ে যেতে পারে। উত্তরবঙ্গেও মোটের উপর একই আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস। তবে দার্জিলিঙ, কালিম্পংয়ের পার্বত্য অঞ্চলে রাতের দিকে ঠান্ডার তীব্রতা বজায় থাকবে।
10
12
আবহবিদদের মতে, ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’ কাটার পর সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা কিছুটা বেড়ে যাওয়ায় ফের নিম্নচাপ তৈরি হয়েছে। শীতের শুরুতে এমন নিম্নচাপ বিচ্ছিন্ন নয়, তবে দক্ষিণ উপকূলে এর প্রভাব বেশি পড়ে।
11
12
আগামী কয়েক দিন তামিলনাড়ু, আন্দামান-নিকোবর, পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্র প্রদেশের উপকূল এলাকাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
12
12
সামগ্রিকভাবে, নিম্নচাপের জন্য দক্ষিণে সতর্কতা জারি হলেও বঙ্গে আপাতত কোনও বড় আবহাওয়াগত বিপদ নেই। তবে সপ্তাহান্তে তাপমাত্রার উত্থানে শীতের আমেজ কিছুটা ম্লান হতে পারে।