আজকাল ওয়েবডেস্ক: সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্য সরকারের 'স্টুডেন্ট ক্রেডিট কার্ড' প্রকল্পে অনুমোদিত শিক্ষাঋণের সংখ্যা বৃহস্পতিবার ঐতিহাসিক মাইলফলক ছুঁলো। মুখ্যমন্ত্রীর ভাষায়, "আজ স্টুডেন্ট ক্রেডিট কার্ড অনুমোদিত ঋণের সংখ্যা এক লক্ষে পৌঁছে গেল।"

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্য সরকারের এই ফ্ল্যাগশিপ প্রকল্পে ছাত্রছাত্রীরা সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত শিক্ষাঋণ পেতে পারে অত্যন্ত স্বল্প সুদের হারে। আরও বড় কথা, ঋণের উপর সুদের পুরো বোঝাটাই বহন করে রাজ্য সরকার। ফলে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে আর্থিক সমস্যায় পড়া অসংখ্য ছাত্রছাত্রী বাস্তবিক সহায়তা পাচ্ছেন।

এক্স পোস্টে মমতা ব্যানার্জি লিখেছেন, 'আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের অধীনে, অনুমোদিত সংখ্যা আজ ১,০০,০০০ এর মাইলফলক অতিক্রম করেছে। আমাদের সরকারের এই প্রধান প্রকল্পে, শিক্ষার্থীদের খুব নামমাত্র সুদের হারে ১০ লক্ষ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ প্রদান করা হয়। সুদের ভর্তুকি/ভর্তুকির পরিমাণ সম্পূর্ণরূপে রাজ্য সরকার বহন করে। এই প্রকল্পটি উদীয়মান প্রতিভাদের তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করে যাবে। আমাদের সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি!" 

উচ্চশিক্ষা, প্রযুক্তি, চিকিৎসা, গবেষণা- সব ক্ষেত্রের প্রতিভাবান ছাত্রছাত্রীকে আরও বেশি সুযোগ করে দিতে 'স্টুডেন্ট ক্রেডিট কার্ড' প্রকল্পেটি ২০২১ সালে শুরু হয়েছিল। এই প্রকল্পকে কেন্দ্র করে র্জাযজুড়ে ব্যাপক সাড়া পড়ে যায়। বিদেশে উচ্চশিক্ষা হোক বা দেশের নামী প্রতিষ্ঠানে পড়ার সুযোগ—অনেক ছাত্রছাত্রীই জানিয়েছেন, 'স্টুডেন্ট ক্রেডিট কার্ড' তাঁদের জীবন বদলে দিয়েছে। প্রশাসনের তরফেও নিয়মিত প্রচার ও সহজতর আবেদনপদ্ধতির ফলে দ্রুত বেড়েছে অনুমোদনের হার।