আজকাল ওয়েবডেস্ক: উত্তরাখণ্ডে টানেল ভেঙে আটকে রয়েছেন ৪০ জন শ্রমিক। উদ্ধারকার্য খতিয়ে দেখছেন কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়ি। রবিবার উদ্ধারকার্য অষ্টম দিনে পা দিয়েছে। রবিবার ঘটনাস্থল পরিদর্শন করে কেন্দ্রীয় মন্ত্রী জানান, উন্নত মানের ড্রিলিং মেশিন উদ্ধারের গতি বাড়িয়ে দেবে।

তাঁর বক্তব্য, আটকে পড়া শ্রমিকদের দু"দিনের মধ্যে পৌঁছে দেওয়া হবে। শ্রমিকদের নিরাপত্তাই প্রধান লক্ষ্য উদ্ধারকারী দলের। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, সরকারি এবং বিদেশি যন্ত্রপাতির সাহায্যে উদ্ধারকার্য চালানো হচ্ছে। ঠিকমত কাজ চললে দুদিনের মধ্যেই উদ্ধার করা যাবে শ্রমিক
দের।