আর মাত্র একটা দিন। রাত পোহালেই ১১ নভেম্বর। অর্থাৎ তারিখ লেখার সময় লেখা হবে, ১১.১১। সংখ্যাতত্ত্বে এটির গুরুত্ব অপরিসীম। বছরের সবথেকে শক্তিশালী দিন।
2
6
এই দিন অর্থাৎ ১১ নভেম্বর আপনার এনার্জি এবং বিশ্বব্রহ্মাণ্ডের এনার্জির সঙ্গে মিলিত হয়। মোটেই কোনও সাধারণ সংখ্যা নয় এই ১১.১১। বরং বিশেষ একটি বার্তা বহন করে। আপনার স্বপ্ন, চাহিদাকে পূরণ করার ক্ষমতা রাখে।
3
6
বহুদিন ধরে আপনার কোনও স্বপ্ন অপূর্ণ থেকে গিয়েছে? চেষ্টা করেও সুফল পাচ্ছেন না? তাহলে জেনে নিন এই ১১.১১ অর্থাৎ ১১ নভেম্বর এমন কী করবেন যাতে আপনার সেই বিশেষ একটি ইচ্ছে বা স্বপ্ন বাস্তবে পরিণত হয়?
4
6
এদিন অর্থাৎ ১১ নভেম্বর রাত ১১.১১ নাগাদ আপনার সবথেকে বড় যে ইচ্ছে বা স্বপ্ন রয়েছে সেটা ১১ বার লিখুন। কোথায়? একটা সাদা, পরিষ্কার কাগজে এটা লিখবেন। আর লেখার সময় মনে করবেন বা ভাববেন যে আপনার এই ইচ্ছে পূরণ হয়ে গিয়েছে। আর হ্যাঁ, এই ইচ্ছেটি কিন্তু অবশ্যই সবুজ রঙের কালি দিয়ে লিখবেন।
5
6
১১ বার লেখার পর কাগজটাকে তিনবার ভাঁজ করুন। তারপর এই কাগজটাকে আপনি যেখানে ঘুমান তার পাশের টেবিলে রেখে একটি জল ভরা গ্লাস দিয়ে চাপা দিয়ে ঘুমিয়ে পড়ুন।
6
6
সকালে ঘুম থেকে উঠে ওই গ্লাসের জল, যা ততক্ষণে চার্জড হয়ে গিয়েছে সেটা পান করুন। এই জলই আপনার এনার্জিকে ইউনিভার্সের সঙ্গে একাত্ম করবে। মনে রাখবেন ১১.১১, অর্থাৎ ১১ নভেম্বর ইউনিভার্স আপনার স্বপ্নকে পূরণ করে। বাস্তব রূপ দেয়।