মিল্টন সেন, হুগলি: রাজ্য সঙ্গীতের মাধ্যমে সূচনা হল তিন জেলাকে নিয়ে শিল্প সম্মেলন 'সিনার্জি'২০২৫-২৬। মঙ্গলবার চুঁচুড়া রবীন্দ্রভবনে হুগলি, কলকাতা ও দক্ষিণ চব্বিশ পরগনা, এই তিনটি জেলা নিয়ে আয়োজিত সিনার্জির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা, পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, সভাধিপতি রঞ্জন ধারা, জেলাশাসক খুরশিদ আলি কাদরি, শিল্প দপ্তরের প্রিন্সিপ্যাল সেক্রেটারি রাজেশ পান্ডে প্রমুখ।

 এদিনের শিল্প সম্মেলনে শিল্প স্থাপন এবং তা চালিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সৃষ্টি হওয়া সমস্যা সমাধানে রাজ্য সরকারের নানান উদ্যোগ প্রসঙ্গে আলোচনা করেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তিনি বলেন, বাংলায় শিল্প নতুন উদ্যমে এগিয়ে চলেছে। গড়ে উঠছে একাধিক ছোট, মাঝারি শিল্পের কারখানা। শিল্প চালিয়ে নিয়ে যেতে বা নতুন শিল্প স্থাপনের ক্ষেত্রে দেখা দিচ্ছে নানান সমস্যা। আর সেই যাবতীয় সমস্যা সমাধান করার লক্ষ্যেই এই সিনার্জির আয়োজন করা হয়।

 গত কয়েক বছরে অনেক নতুন সিস্টেম চালু করা হয়েছে। বিগত বছরগুলিতে একটানা চেষ্টা চলছে। ইতিমধ্যেই শিল্প দপ্তরের তরফে একাধিক শিল্প সহায়ক নতুন স্কিম নেওয়া হয়েছে। মন্ত্রী বেচারাম মান্না বলেন, উপস্থিত জেলা প্রশাসনের আধিকারিক ও জনপ্রতিনিধি এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের সমন্বয়ের মাধ্যমে শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই এই সিনার্জি। 

মন্ত্রী আরও বলেছেন, 'শিল্পোদ্যোগীদের শিল্প পরিকাঠামো গড়ে তুলতে যে কোনও প্রয়োজনে সরকারি সহযোগিতা পাবেন।' রাজেশ পাণ্ডে বলেন, 'একটা শিল্প গড়ে তুলতে যে যে দপ্তরের সহযোগিতা লাগে, সেটা বিদ্যুৎ হোক, ফায়ার হোক, পলিউশন হোক বা ল্যান্ড সবরকম সহযোগিতা করা হবে। প্রশাসনের দায়িত্ত্ব সমন্বয় করা। অনুষ্ঠানের শেষে আয়োজিত প্রশ্নোত্তরপর্বে শিল্পোদ্যোগীরা তাঁদের নানা অভাব অভিযোগের কথা তুলে ধরেন। জেলা প্রশাসনের উদ্যোগে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়।


ছবি: পার্থ রাহা।