ফ্যান, এসি বন্ধ। বাতাসে হালকা শিরশিরানি। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে হালকা শীতের আমেজ। কনকনে ঠান্ডার আগে এই আমেজেই বেজায় স্বস্তি সকলের। চলতি সপ্তাহে তাপমাত্রা নিয়েও বড় ঘোষণা করল হাওয়া অফিস।
2
7
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আগামী সাতদিন বাংলায় কোনও জেলাতেই কোনও সতর্কতা নেই। মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। ভোরে ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ অনুভূত হবে।
3
7
আগামী পাঁচ দিনে বাংলার কোথাও রাতের তাপমাত্রায় বড়সড় কোনও বদল হবে না। অর্থাৎ নভেম্বরের দ্বিতীয় জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই।
4
7
তবে আগামী পাঁচ দিনে বাংলার কয়েকটি জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় দু'-তিন ডিগ্রি সেলসিয়াস কম থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষত উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ অনুভূত হবে।
5
7
মঙ্গলবার দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল আট ডিগ্রি সেলসিয়াস। এদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ছিল।
6
7
মঙ্গলবার শান্তিনিকেতন, শ্রীনিকেতন, আসানসোল, বিষ্ণুপুর, মুর্শিদাবাদে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস।
7
7
তাপমাত্রার পারদ নিম্নমুখী থাকার পাশাপাশি, চলতি সপ্তাহেও উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভোরে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।