জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ২০২৬ সালে এক বিরাট পরিবর্তন দেখা যাবে, এই বছর শনি মার্গী হবেন। আগামী বছরটা একাধিক রাশির জন্য ভাল কাটলেও, কিছু রাশির জন্য বছরটা মোটেই সুবিধার হবে না।
2
6
একাধিক রাশির জাতকদের জীবনে একের পর এক বাধা, বিপত্তি আসতে চলেছে। অর্থনৈতিক সমস্যাতেও পড়তে হতে পারে। এই তালিকায় আছে কোন রাশি।
3
6
মেষ রাশির জন্য এই বছরটা একেবারেই ভাল যাবে না। একই তালিকায় থাকবে সিংহ রাশির জাতকেরাও। শনির প্রভাবের কারণে এই রাশির জাতকদের বাধার সম্মুখীন হতে হবে বারবার। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সমস্যা হবে।
4
6
মীন রাশির জাতকেরা এই সময় অর্থনৈতিক সমস্যায় ভুগবেন। খুব ভেবে চিনতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত। কাজ করা উচিত।
5
6
তবে মনে মনে রাখবেন শনিদেব কিন্তু ন্যায়ের দেবতা। তিনি অকারণ কারও ক্ষতি করেন না। ফলে আপনি যদি আপনার কর্মে সৎ থাকেন, নিজের কাজ করে যান কারও অনর্থ না করে, তাহলে চিন্তা করার বিষয় নেই। আপনি যা কাজ করবেন, সেটারই ফল পাবেন ২০২৬ -এ।
6
6
২০২৬ সালটা তিন রাশির জন্য ভীষণ লাকি হতে চলেছে। তালিকায় থাকবে কর্কট, বৃশ্চিক কুম্ভ রাশির জাতকেরা। তাঁদের জীবনের বাধা, বিপত্তি দূর হবে। কর্মজীবনে উন্নতির সুযোগ আসতে পারে। প্রেম জীবন ভাল কাটবে।