দিল্লি বিস্ফোরণের পর কড়া নিরাপত্তা ইডেন টেস্টে। ১৪ নভেম্বর ইডেন গার্ডেন্সে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট। ম্যাচ ঘিরে নিরাপত্তা বাড়ানো হয়েছে ইডেনে।
2
6
জানা গিয়েছে, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এবং ভারতীয় ক্রিকেট বোর্ড কলকাতা পুলিশের কাছে অতিরিক্ত নিরাপত্তা চেয়েছে। এদিন দফায় দফায় ইডেন পরিদর্শন করেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।
3
6
সূত্রের খবর, ভারত ও দক্ষিণ আফ্রিকা দুই দলের জন্যই বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্র্যাকটিস থেকে ম্যাচ পর্যন্ত খেলোয়াড়দের চলাফেরায় সর্বোচ্চ সতর্কতা নেওয়া হবে।
4
6
ইতিমধ্যেই ইডেন গার্ডেন্সের চারপাশে শুরু হয়েছে পুলিশের নাকা চেকিং ও নিরাপত্তা তল্লাশি অভিযান। মঙ্গলবার বিকেলে ইডেন পরিদর্শন করেছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা।
5
6
পাশাপাশি, দুই দলের হোটেলেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কলকাতা পুলিশের শীর্ষকর্তারা এবং বঙ্গ ক্রিকেট সংস্থার প্রতিনিধিদের মধ্যে নিরাপত্তা নিয়ে বিস্তারিত বৈঠক হয়েছে।
6
6
কলকাতায় পৌঁছে গিয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা দুই দলই। মঙ্গলবার সকালে ইডেনে অনুশীলন করেছে টিম ইন্ডিয়া। অনুশীলন করার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকারও। টেস্ট ম্যাচ ঘিরে কলকাতা পুলিশের বাড়তি নিরাপত্তার পদক্ষেপে আশ্বস্ত ক্রিকেট মহল।