আজকাল ওয়েবডেস্ক: বাবার কঠিন অসুখ। আগেই আতঙ্কে ছিলেন সকলে। অবশেষে আশঙ্কাই সত্যি হল। রিপোর্ট হাতে পেয়ে সকলে দেখলেন, গৃহকর্তা ক্যানসারে আক্রান্ত। যেদিন রিপোর্ট দেখলেন, সেই রাতেই চরম পদক্ষেপ করলেন সকলে মিলে। একসঙ্গে আত্মঘাতী হলেন এক পরিবারের সকল সদস্য।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের সরাইকেল্লা-খারসোয়া জেলায়। শনিবার পুলিশ জানিয়েছে, মৃতেরা হলেন ৪০ বছরের কৃষ্ণ কুমার, তাঁর স্ত্রী ডলি এবং তাঁদের দুই নাবালক সন্তান। শুক্রবার রাতে গামরিয়ার চিত্রগুপ্ত নগর এলাকায় একসঙ্গে চারজনেই বাড়িতে আত্মঘাতী হন।
শনিবার সকালে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢোকে পুলিশ। ঘর থেকে চারজনের ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, কৃষ্ণ কুমার স্টিল প্ল্যান্টের ম্যানেজার ছিলেন। সংসারে একমাত্র তিনিই রোজগার করতেন।
সম্প্রতি জানা যায়, কৃষ্ণ কুমার ক্যানসারে আক্রান্ত। পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পরেই গোটা পরিবার মুষড়ে পড়েছিল। কৃষ্ণের চিকিৎসার খরচ নিয়েও দুশ্চিন্তায় ভুগছিলেন সকলে। একদিকে কঠিন অসুখ, অন্যদিকে আর্থিক অনটন। মানসিক চাপে এরপরই গতকাল রাতে একসঙ্গে আত্মহত্যা করেন সকলে।
