আজকাল ওয়েবডেস্ক: ভূস্বর্গে দুঃসহ অভিজ্ঞতা। জম্মু ও কাশ্মীরে ঘুরতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হলেন পর্যটকরা। আকস্মিক জঙ্গি হামলায় প্রাণ গেল পাঁচজন পর্যটকের। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারার আশঙ্কা রয়েছে।
মঙ্গলবার দুপুরে অনন্তনাগের পহেলগাঁওয়ে পর্যটকদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। গুলিবিদ্ধ হন একাধিক পর্যটক। এদিনে দুপুরে প্রথমে একজন পর্যটকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। সন্ধ্যায় একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত পাঁচজন পর্যটকের মৃত্যু হয়েছে। আহত বেড়ে ২০। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অনেকে।
কাশ্মীরে পর্যটকদের উপর জঙ্গি হামলার খবর পেয়েই উচ্চ পর্য়ায়ের জরুরি বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদি। অমিত শাহকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর নির্দেশেই উপত্যকায় যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পহেলগাঁওয়ে যাচ্ছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও।
পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনাকে তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, এই জঙ্গি হামলার নেপথ্যে রয়েছে পাকিস্তানি জঙ্গি সংগঠন দ্য রিসেসটেন্স ফ্রন্ট, লস্কর-ই-তৈবা। জঙ্গি হামলার পর পহেলগাঁওয়ে নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছে।
